শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

IMD Weather Update: কবে আসবে স্বস্তির বৃষ্টি, দিন জানাল আবহাওয়া দফতর! ঝড়-জলে হবে দক্ষিণবঙ্গ তোলপাড়

প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (ছবি- পিটিআই)
প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (ছবি- পিটিআই)
বাঁকুড়া, পুরুলিয়া জেলার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী দু’তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা প্রায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।
বাঁকুড়া, পুরুলিয়া জেলার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী দু’তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা প্রায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।
বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ।
বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী ২-৩ দিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা আরও বাড়বে। আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় স্বস্তি নেই সাধারণ মানুষের।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী ২-৩ দিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা আরও বাড়বে। আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় স্বস্তি নেই সাধারণ মানুষের।
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শেষ ২৪ ঘন্টায় দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শেষ ২৪ ঘন্টায় দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
এ দিন ৪ এপ্রিল বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু দিঘা নয় কাঁথি হলদিয়া তমলুক-সহ সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
এ দিন ৪ এপ্রিল বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু দিঘা নয় কাঁথি হলদিয়া তমলুক-সহ সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়ছে। চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়ছে। চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে।
অন্য দিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে।