৫ লক্ষ টাকা SBI-এর ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে কত রিটার্ন আসবে? রইল নতুন বছরের সুদের হার

দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা অর্জন করে আসছে এসবিআই এফডি স্কিম। কারণ এই স্কিমে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পেয়ে যেতে পারেন স্থায়ী উপার্জন এবং নিশ্চিত রিটার্ন। আসলে এসবিআই এফডি থেকে প্রাপ্ত আয় মার্কেট-লিঙ্কড নয়। ফলে সবথেকে বড় কথা হল, এতে ঝুঁকি একেবারেই থাকে না।
দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা অর্জন করে আসছে এসবিআই এফডি স্কিম। কারণ এই স্কিমে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পেয়ে যেতে পারেন স্থায়ী উপার্জন এবং নিশ্চিত রিটার্ন। আসলে এসবিআই এফডি থেকে প্রাপ্ত আয় মার্কেট-লিঙ্কড নয়। ফলে সবথেকে বড় কথা হল, এতে ঝুঁকি একেবারেই থাকে না।
ঝুঁকিহীন এফডি-তে বিনিয়োগ করার সময়ে বিনিয়োগকারীরা সুদের হার জেনে নেন। যাতে রিটার্নের পরিমাণটা আগে থেকেই হিসাব করে রাখা সম্ভব হয়। আর এই রিটার্নটা তাঁরা পান একটা নির্দিষ্ট সময়ের পরেই। যদিও এসবিআই-এর সমস্ত এফডি-র ক্ষেত্রে সুদের হার সমান হয় না।
ঝুঁকিহীন এফডি-তে বিনিয়োগ করার সময়ে বিনিয়োগকারীরা সুদের হার জেনে নেন। যাতে রিটার্নের পরিমাণটা আগে থেকেই হিসাব করে রাখা সম্ভব হয়। আর এই রিটার্নটা তাঁরা পান একটা নির্দিষ্ট সময়ের পরেই। যদিও এসবিআই-এর সমস্ত এফডি-র ক্ষেত্রে সুদের হার সমান হয় না।
বিনিয়োগের মেয়াদের উপরে আসলে ফিক্সড ডিপোজিটের এই সুদের হার নির্ভর করে। অন্যান্য ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-ও সময়ে সময়ে ভিন্ন ভিন্ন এফডি-র ক্ষেত্রে সুদের হার পর্যালোচনা করে থাকে। অর্থাৎ সেটা কমায় কিংবা বাড়ায়।
বিনিয়োগের মেয়াদের উপরে আসলে ফিক্সড ডিপোজিটের এই সুদের হার নির্ভর করে। অন্যান্য ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-ও সময়ে সময়ে ভিন্ন ভিন্ন এফডি-র ক্ষেত্রে সুদের হার পর্যালোচনা করে থাকে। অর্থাৎ সেটা কমায় কিংবা বাড়ায়।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) নির্দিষ্ট কিছু মেয়াদের এফডি-র হার বৃদ্ধি করেছে প্রায় ০.৫০ শতাংশ। গত ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২ কোটি টাকার কম ডিপোজিটের উপরে এই হার লাগু করেছে। দেখে নেওয়া যাক, এসবিআই এফডি-তে ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা রাখা হলে কী কী সুবিধা পাওয়া যায়।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) নির্দিষ্ট কিছু মেয়াদের এফডি-র হার বৃদ্ধি করেছে প্রায় ০.৫০ শতাংশ। গত ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২ কোটি টাকার কম ডিপোজিটের উপরে এই হার লাগু করেছে। দেখে নেওয়া যাক, এসবিআই এফডি-তে ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা রাখা হলে কী কী সুবিধা পাওয়া যায়।
এসবিআই: ১ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. ১ বছরের ম্যাচিউরিটির ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই-এর সুদের হার ৬.৮০ শতাংশ।
২. যদিও ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ শতাংশ।
৩. ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মিলবে ৫৩৪৮৭৬ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৩৪৮৭৬ টাকা।
এসবিআই: ১ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ
১. ১ বছরের ম্যাচিউরিটির ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই-এর সুদের হার ৬.৮০ শতাংশ।
২. যদিও ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ শতাংশ।
৩. ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদপূর্তিতে মিলবে ৫৩৪৮৭৬ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৩৪৮৭৬ টাকা।
এসবিআই: ২ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. ২ বছরের মেয়াদের ডিপোজিটের জন্য সুদের হার ৭ শতাংশ বাড়িয়েছে এসবিআই।
২. যদি কেউ ২ বছরের জন্য ৫ লক্ষ রাখেন, তাহলে তিনি পেয়ে যাবে ৫,৭৪,৪৪০ টাকা।
৩. অর্থাৎ এইভাবে বিনিয়োগকারী সুদ হিসেবে আয় করতে পারবেন ৭৪৪৪০ টাকা।
এসবিআই: ২ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ
১. ২ বছরের মেয়াদের ডিপোজিটের জন্য সুদের হার ৭ শতাংশ বাড়িয়েছে এসবিআই।
২. যদি কেউ ২ বছরের জন্য ৫ লক্ষ রাখেন, তাহলে তিনি পেয়ে যাবে ৫,৭৪,৪৪০ টাকা।
৩. অর্থাৎ এইভাবে বিনিয়োগকারী সুদ হিসেবে আয় করতে পারবেন ৭৪৪৪০ টাকা।
এসবিআই: ২ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. ৩ বছরের মেয়াদের ডিপোজিটের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে এসবিআই। অর্থাৎ ডিপোজিটের হার বৃদ্ধি পেয়েছে ০.২৫ শতাংশ।
২. ফলে ৩ বছরের জন্য কেউ ৫ লক্ষ টাকা ডিপোজিট করলে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৬,১১,১৯৬ টাকা। তবে আগের সুদের হার থাকলে মিলত ৬,০৬,৭০৩ টাকা।
৩. তাহলে নতুন হারে ৪৪৯৩ টাকা বেশি সুদ মিলছে।
এসবিআই: ২ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ
১. ৩ বছরের মেয়াদের ডিপোজিটের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে এসবিআই। অর্থাৎ ডিপোজিটের হার বৃদ্ধি পেয়েছে ০.২৫ শতাংশ।
২. ফলে ৩ বছরের জন্য কেউ ৫ লক্ষ টাকা ডিপোজিট করলে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৬,১১,১৯৬ টাকা। তবে আগের সুদের হার থাকলে মিলত ৬,০৬,৭০৩ টাকা।
৩. তাহলে নতুন হারে ৪৪৯৩ টাকা বেশি সুদ মিলছে।
এসবিআই: ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ১. এসবিআই-এ ৫ বছরের মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৬.৫০ শতাংশ।
২. কেউ যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৬,৯০,২০৯ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী সুদ হিসেবে পেয়ে যাবেন ১,৯০,২০৯ টাকা।
এসবিআই: ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার উপর সুদ
১. এসবিআই-এ ৫ বছরের মেয়াদের ডিপোজিটের উপর সুদের হার ৬.৫০ শতাংশ।
২. কেউ যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৬,৯০,২০৯ টাকা। অর্থাৎ বিনিয়োগকারী সুদ হিসেবে পেয়ে যাবেন ১,৯০,২০৯ টাকা।
এসবিআই: সিনিয়র সিটিজেন এফডি সুদের হার ২০২৪১. এমনিতে এসবিআই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদপূর্তির ডিপোজিটের উপর অন্যান্য গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদের হার প্রদান করে থাকে।
২. আবার উইকেয়ার ডিপোজিট স্কিমের আওতায় প্রবীণ নাগরিকেরা ০.৫ শতাংশ হারে বেশি সুদ পান ৫ বছর কিংবা তার বেশি মেয়াদের ডিপোজিটের উপরে। অর্থাৎ মোট লাভ হচ্ছে ১ শতাংশ।
৩. একজন প্রবীণ বিনিয়োগকারী এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৭,২৪,৯৭৪ টাকা।
৪. এইভাবে নতুন হারের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৩৪৭৬৫ টাকা পেয়ে যাবে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এসবিআই উইকেয়ার সুবিধা লাভ করা যাবে।
এসবিআই: সিনিয়র সিটিজেন এফডি সুদের হার ২০২৪
১. এমনিতে এসবিআই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদপূর্তির ডিপোজিটের উপর অন্যান্য গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদের হার প্রদান করে থাকে।
২. আবার উইকেয়ার ডিপোজিট স্কিমের আওতায় প্রবীণ নাগরিকেরা ০.৫ শতাংশ হারে বেশি সুদ পান ৫ বছর কিংবা তার বেশি মেয়াদের ডিপোজিটের উপরে। অর্থাৎ মোট লাভ হচ্ছে ১ শতাংশ।
৩. একজন প্রবীণ বিনিয়োগকারী এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে তিনি পেয়ে যাবেন ৭,২৪,৯৭৪ টাকা।
৪. এইভাবে নতুন হারের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৩৪৭৬৫ টাকা পেয়ে যাবে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এসবিআই উইকেয়ার সুবিধা লাভ করা যাবে।
এসবিআই: এসবিআই এফডি-র উপর আয়কর৫ বছরের এফডি-র উপর আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন দাবি করা যেতে পারে। সমস্ত গ্রাহক ৫ বছরের ট্যাক্স সেভার এফডি-র সুবিধা পেতে পারেন। এছাড়াও জেনে রাখা ভাল যে, এফডি-তে প্রাপ্ত সুদ কিন্তু ট্যাক্সেবল।
এসবিআই: এসবিআই এফডি-র উপর আয়কর
৫ বছরের এফডি-র উপর আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন দাবি করা যেতে পারে। সমস্ত গ্রাহক ৫ বছরের ট্যাক্স সেভার এফডি-র সুবিধা পেতে পারেন। এছাড়াও জেনে রাখা ভাল যে, এফডি-তে প্রাপ্ত সুদ কিন্তু ট্যাক্সেবল।