মহালয়ার তর্পণ চলছে সাগরে

Mahalaya Ganga Snan: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে মহালয়ার পূণ্যস্নান

দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাগরে চলছে মহালয়ার পূণ্যস্নান। প্রতি বছর মহালয়ার দিন তর্পণের জন্য গঙ্গাসাগরে ভিড় উপচে পড়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।বৃষ্টি মাথায় করে কপিল মুনির আশ্রমে পুজো দিতে লম্বা লাইন দিয়েছেন পুণ্যার্থীরা। যদিও সমুদ্রে স্নান করার নজরদারি রেখেছিল প্রশাসন। পূণ্যার্থীদের গভীর জলে যেতে বারণ করা হচ্ছিল।

আরও পড়ুন: এত ছোট টেস্ট ম্যাচ! ভারতের কাছে লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ, আর একটু হলেই…

এবছর ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত পানীয় জল, আলো থেকে শুরু করে শৌচালয়ের ব্যবস্থা সব হয়েছে পরিকল্পিতভাবে। কয়েক দিন আগে এই বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। সেখানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ভোর থেকে কচুবেড়িয়া আসার জন্য কাকদ্বীপ লট এইট থেকে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত চারটি ভেসেল বেশি চালান হয়েছে। যাঁরা সাগরসৈকতে তর্পণ করতে আসবেন, তাঁদের জন্য এক, পাঁচ ও ছয় নম্বর সৈকত খোলা রয়েছে।

আরও পড়ুন: শেষ হল বর্ষার মরশুম, কোথায় কতটা বৃষ্টি হল এবার? বড় ঘোষণা আবহাওয়া দফতরের

জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে এক লক্ষ জলের পাউচ ইতিমধ্যে মজুত করা হয়েছে। গঙ্গাসাগর মেলার মতোই থাকছে মাইকে ঘোষণার ব্যবস্থা। তবে এবছর প্রাকৃতিক দুর্যোগ কিছুটা তাল কাটছে। যদিও তাতে পূণ্যার্থীদের উৎসাহে কোনো ভাঁটা পড়েনি।