IIM Amritsar protest

Student protest: অভিনব প্রতিবাদ! ঘরে এসি নেই, তাই হস্টেলের ক্যান্টিনে ঘুমিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা

অমৃতসর: উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ চলছে। অনেক জায়গার তাপমাত্রাই ৪৫-এর আশেপাশে। এমন অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সেখানকার পড়ুয়াদের। এই নিয়ে কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করার সিদ্ধন্ত নিলেন পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে অমৃতসরের আইআইএমে, এসির দাবিতে পড়ুয়ারা হস্টেলের ক্যান্টিনে ঘুমিয়ে প্রতিবাদ করেন।

আরও পড়ুন: রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত বহু

জানা গিয়েছে, অমৃতসর আইআইএমের হস্টেলের ঘরগুলিতে এসির ব্যবস্থা নেই। কিন্তু এসি রয়েছে কলেজের ক্যান্টিন এবং লাইব্রেরিতে। অমৃতসরের তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি, তাই অসহ্য গরম থেকে বাঁচতে দীর্ঘ দিন ধরে  এসির দাবি তুলছিলেন পড়ুয়ারা, কিন্তু কর্তৃপক্ষ তাতে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। তাই এমন অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তাঁরা হস্টেলের ক্যান্টিনে গিয়ে কেউ টেবিলে শুয়ে পড়েন, কেই কেউ আবার চেয়ারেই শুয়ে ঘুমিয়ে পড়েন। ভাইরাল হয়ে যায় ছাত্রদের এমন অভিনব প্রতিবাদের ভিডিয়ো।

এমন প্রতিবাদের প্রতিক্রিয়ায় আইআইএম অমৃতসরের ডিরেক্টর এক সংবাদমাধ্যমকে বলেন, “ এখনকার যে হস্টেল রয়েছে, সেখানকার বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এসির মতো যন্ত্রের লোড নিতে পারবে না”। তবুও গরম থেকে ছাত্রদের বাঁচাতে তিনি আশ্বাস দেন, “অতিরিক্ত গরমের মোকাবিলা করতে আমরা কিছু দিনের মধ্যেই হস্টেলের ঘরগুলিতে এয়ার কুলার লাগাব”।