দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Weather Update: কালীপুজোতেও মিলছে না স্বস্তি! ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় Gallery October 30, 2024 Bangla Digital Desk দোড়গোড়ায় কালীপুজো। আনন্দ উৎসবের মাঝেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জায়গায়। বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলা পুরুলিয়াতে। টানা ঝড়-বৃষ্টির প্রভাব না থাকলেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে জেলার বিভিন্ন প্রান্তে। এর ফলে ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। কালীপুজোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে জেলায় এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে। এইদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপাতত চলতি মাসে একই রকম থাকবে আবহাওয়া। এই মুহূর্তেই মিলবে না রেহাই বৃষ্টির হাত থেকে। কালীপুজোর পর একেবারে কমবে বৃষ্টি। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায়। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা।দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অপরদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। স্বস্তি পাবে না উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালী পুজো পর্যন্ত বহাল থাকছে ঝড় বৃষ্টি। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ক্রমাগতই ওঠা-নামা করছে তাপমাত্রার পারদ। তবে ধীরে ধীরে পরিবর্তন হবে আবহাওয়া। বৃষ্টি বিদায় নেবে খুব শীঘ্রই। শর্মিষ্ঠা ব্যানার্জি