★৫০ বছরের রেকর্ডের ঘাড়ে নিশ্বাস কলকাতার। এপ্রিল মাস জুড়েই দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

IMD Heatwave Alert: ভয়ঙ্কর অশনি সঙ্কেত…! ‘লু’-এর দাপট বাড়বে জেলায় জেলায়, জ্বালাপোড়া গরমে দক্ষিণে রেকর্ড তাপমাত্রার, হিটওয়েভ অ্যালার্ট IMD-র

বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা৷ গরমের দাপটে ফুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷  বৈশাখের পয়লা দিনেই গরমের তীব্র দাবদাহে হাল খারাপ রাজ্যবাসীর৷
বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা৷ গরমের দাপটে ফুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ বৈশাখের পয়লা দিনেই গরমের তীব্র দাবদাহে হাল খারাপ রাজ্যবাসীর৷
বৈশাখ মাস পড়তে না পড়তেই  নাকাল অবস্থা রাজ্যের সকলের৷ গত সপ্তাহে বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও এই সপ্তাহে বৃষ্টির কোনও দেখা নেই৷ আবহাওয়ার খামখেয়ালিপনা কিছুতেই কমছে না৷
বৈশাখ মাস পড়তে না পড়তেই নাকাল অবস্থা রাজ্যের সকলের৷ গত সপ্তাহে বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও এই সপ্তাহে বৃষ্টির কোনও দেখা নেই৷ আবহাওয়ার খামখেয়ালিপনা কিছুতেই কমছে না৷
হুড়মুড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ৷ একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকেও হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে৷
হুড়মুড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ৷ একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকেও হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে৷
সোমবার অর্থাৎ আজ থেকেই দাবদাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ শুষ্ক পশ্চিমী হাওয়ায় আরও গরম বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার অর্থাৎ আজ থেকেই দাবদাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ শুষ্ক পশ্চিমী হাওয়ায় আরও গরম বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শুষ্ক পশ্চিমী হাওয়ার ফলে অস্বস্তিকর গরম বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড হারে বাড়বে৷
শুষ্ক পশ্চিমী হাওয়ার ফলে অস্বস্তিকর গরম বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড হারে বাড়বে৷
মূলত দক্ষিণ  বাংলার একাধিক জেলায় তাপপ্রবাহ আরও বাড়বে৷ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে তাপমাত্রা৷
মূলত দক্ষিণ বাংলার একাধিক জেলায় তাপপ্রবাহ আরও বাড়বে৷ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে তাপমাত্রা৷
জ্বালাপোড়া গরমে হাসফাঁস অবস্থা রাজ্যবাসীক৷ আবহাওয়া সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷
জ্বালাপোড়া গরমে হাসফাঁস অবস্থা রাজ্যবাসীক৷ আবহাওয়া সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷
কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনেও গরম এতটাই বাড়বে যে হিটওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর  আবহাওয়া দফতর৷
কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনেও গরম এতটাই বাড়বে যে হিটওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷
বৈশাখের দহনে সকাল থেকেই রোদের দাপট৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও বাড়ছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু-এর সতর্কতা জারি হাওয়া অফিসের৷
বৈশাখের দহনে সকাল থেকেই রোদের দাপট৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও বাড়ছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু-এর সতর্কতা জারি হাওয়া অফিসের৷