কলকাতায় মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। (প্রতীকী ছবি)

Rain Forecast: ঘূর্ণাবর্ত, নিম্নচাপের চোখরাঙানি! ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আবহাওয়ার খবর ভিডিওতে

বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিম-মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণের বাকি জেলাগুলিতে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বলছে আলিপুর আবহাওয়া দফতর।