দক্ষিণবঙ্গ IMD Weather Alert: দুপুরেই নিকষ কালো আঁধার! মাত্র ঘণ্টা তিনেকেই ঝেঁপে আসছে …! ২ জেলায় মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে ফালাফালা আকাশ, আবহাওয়ার বড় খবর Gallery October 26, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় ‘দানা’য় যতটা আতঙ্ক দানা বেধেছিল সকলের মধ্যে ততটাও প্রভাব ফেলতে পারেনি৷ তবে ‘দানা’র দাপটে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ২ জেলায়। হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আরও ১ জেলায়। হুগলী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দানার প্রভাব প্রবলভাবে না পড়লেও মোটের উপর দক্ষিণের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। রবিবারও একই রকম থাকবে পরিস্থিতি। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের প্রায় সর্বত্র। কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ছে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি ভিজবে উত্তরের বেশ কিছু জেলা। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সর্বত্র। দক্ষিণের জেলাগুলিতে টানাপোড়েন লেগেই থাকবে ঝড় বৃষ্টির। কোনওভাবেই স্বস্তি পাবে না দক্ষিণবঙ্গবাসী।