উত্তরবঙ্গ, মালদহ IMD Weather Update: ‘লা নিনা’ এবার আর ভয়ঙ্কর…! হাড় কাঁপানো শীত কি পড়ে গেল কালীপুজোর আগেই? আবহাওয়ার বিরাট খেলা শুরু… Gallery October 28, 2024 Bangla Digital Desk আবহাওয়ার পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ তবে কি কালীপুজোর আগেই হাড় কাঁপানো শীত কি পড়ে গেল? নিম্নচাপ কাটতেই কুয়াশার চাদরে ঢাকা চারিদিক। গৌড়বঙ্গের জেলাগুলিতে শীত না পড়তে কুয়াশার দাপট। সোমবার ভোরে ঘন কুয়াশা দেখা গিয়েছে। এখনও শীতের আমেজ নেই গৌড়বঙ্গের জেলাগুলিতে। তবে সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী কয়েকদিনের মধ্যে শীতের পূর্বাভাস। সকালে আকাশে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। জেলাগুলিতে দিনে সূর্যের প্রখর তাপ থাকছে। চারিদিকে কুয়াশা থাকলেও গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হয়নি। আপাতত স্বাভাবিক রয়েছে জেলাগুলির তাপমাত্রা। তবে ধীরে ধীরে শীতের পূর্বাভাস রয়েছে জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকতে পারে।