ইতিমধ্যেই ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের এই নিম্নচাপ। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে, দ্রুত উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে আসছে নিম্নচাপটি।

নিম্নচাপ গভীরে ফুঁসছে! উত্তাল সমুদ্র! কী হতে চলেছে আগামী কয়েকদিন? জানুন লেটেস্ট ওয়েদার রিপোর্ট

একের পর এক আবহাওয়ার পাল্টি। দু’দিন রোদ্দুর যেতে না যেতেই হুড়মুড়িয়ে মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি। ভরা ভাদ্রে গত কয়েকদিনে ঝোড়ো ব্যাটিং বর্ষার। সক্রিয় মৌসুমী বায়ু। আর একের পর এক নিম্নচাপ। যার জেরে ভিজেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু জেলা। বৃষ্টিতে ভিজেছে উত্তরের কিছু অংশ। বর্ষার বৃষ্টি তেমন না হলেও অগাস্টের শেষ দিকে নায়ক ছিল নিম্নচাপ। এবার সপ্তাহের শেষে আর মাসের শুরুর দিন অর্থাৎ, রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?