North Bengal Trip: কালিম্পং বারে বারে গেলেও এই জায়গাটি মিস করেছেন? ঘুরে আসুন এই জায়গায়, মুগ্ধতা ঘিরে ধরবে

*পুজোর ছুটিতে যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। পাহাড়ে ঘোরার এখন অনেক ছোট বড় জায়গা হয়েছে। একাধিক অফবিট লোকেশন তৈরি হয়ে গিয়েছে। হোম স্টে-গুলিতে ভিড় করছেন পর্যটকরা। চেনা পরিচিত জায়গাগুলির কদর কমছে। সেই পুরনো আকর্ষণ ফিরে পেতে পুরনো জায়গাগুলিও নতুন করে সেজে উঠছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*পুজোর ছুটিতে যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। পাহাড়ে ঘোরার এখন অনেক ছোট বড় জায়গা হয়েছে। একাধিক অফবিট লোকেশন তৈরি হয়ে গিয়েছে। হোম স্টে-গুলিতে ভিড় করছেন পর্যটকরা। চেনা পরিচিত জায়গাগুলির কদর কমছে। সেই পুরনো আকর্ষণ ফিরে পেতে পুরনো জায়গাগুলিও নতুন করে সেজে উঠছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*কালিম্পংয়েও তেমনই একটি নতুন জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটির নাম নোকদারা লেক। কালিম্পংয়ের পর্যটকদের এখন মূল আকর্ষণে পরিণত হয়েছেন এই নোকদারা লেক। পাহাড়ের কোলে মিরিক হ্রদের মতোই স্বচ্ছ্ব জলের এই হ্রদটি। তাতে সাজিয়ে তোলা হয়েছে।
*কালিম্পংয়েও তেমনই একটি নতুন জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটির নাম নোকদারা লেক। কালিম্পংয়ের পর্যটকদের এখন মূল আকর্ষণে পরিণত হয়েছেন এই নোকদারা লেক। পাহাড়ের কোলে মিরিক হ্রদের মতোই স্বচ্ছ্ব জলের এই হ্রদটি। তাতে সাজিয়ে তোলা হয়েছে।
*মিরিক লেকের মতোই এখানে বোটিং করার সুবিধা রয়েছে। এখানে ঢুকতে গেলে অবশ্য ২০ টাকা জন প্রতি প্রবেশ মূল্য লাগে। বোটিং করতে গেলে তার ফি আলাদা। চারপাশে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ঘুরে নিতে পারেন এই অফবিট লকেশন। এখানে অসাধারণ লাগবে ঘুরতে। মিরিকের মতো পর্যটকের ভিড় নেই। তাই নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন এখানে।
*মিরিক লেকের মতোই এখানে বোটিং করার সুবিধা রয়েছে। এখানে ঢুকতে গেলে অবশ্য ২০ টাকা জন প্রতি প্রবেশ মূল্য লাগে। বোটিং করতে গেলে তার ফি আলাদা। চারপাশে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ঘুরে নিতে পারেন এই অফবিট লকেশন। এখানে অসাধারণ লাগবে ঘুরতে। মিরিকের মতো পর্যটকের ভিড় নেই। তাই নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন এখানে।
*এই নোকদারা লেকের কাছেই রয়েছে আবার চা বাগান। স্যামেবিয়ং টি এস্টেট সেই চা বাগানের নাম। এই সব কচি সবুজ পাতায় ভরে থাকে চা বাগান।
*এই নোকদারা লেকের কাছেই রয়েছে আবার চা বাগান। স্যামেবিয়ং টি এস্টেট সেই চা বাগানের নাম। এই সব কচি সবুজ পাতায় ভরে থাকে চা বাগান।
*এখান থেকে বার্ড ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। এই জায়গাটি অসাধারণ দেখতে। এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে মুগ্ধ হয়ে যাবেন। কাজেই যাঁরা দার্জিলিংয়ে ম্যালের ভি়ড় ঠেলে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা ঘুরে আসুন কালিম্পংয়ের এই শান্ত পরিবেশে। এখানে কাছাকাছি বেশ কয়েকটি হোমস্টেও রয়েছে। চাইলে সেখানে কোনও হোমস্টেতে কটা দিন কাটিয়ে যেতে পারেন।
*এখান থেকে বার্ড ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। এই জায়গাটি অসাধারণ দেখতে। এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে মুগ্ধ হয়ে যাবেন। কাজেই যাঁরা দার্জিলিংয়ে ম্যালের ভি়ড় ঠেলে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা ঘুরে আসুন কালিম্পংয়ের এই শান্ত পরিবেশে। এখানে কাছাকাছি বেশ কয়েকটি হোমস্টেও রয়েছে। চাইলে সেখানে কোনও হোমস্টেতে কটা দিন কাটিয়ে যেতে পারেন।