কলকাতা IMD Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি কলকাতা-সহ বাংলাজুড়ে, কোথায় কোথায় বেশি বৃষ্টি? আবহাওয়ার বড় খবর Gallery October 16, 2024 Bangla Digital Desk দফায় দফায় চলছে বৃষ্টি। কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া? আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। ★আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রবিদ্যুতেরও। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি– এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। ★বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় স্থানীয় ভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। ★শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ★আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ★উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়ার পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। ★দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করেছে। রাজ্যে বর্ষা বিদায়ের পর আগামী সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়ায় শুরু। তবে বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হলে মূলত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। ★সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। বুধবার এটি আরও শক্তি বাড়িয়ে অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরী উপকূল। চেন্নাইয়ের কাছাকাছি শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ অসমে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। (রিপোর্টার– বিশ্বজিৎ সাহা)