অন্যান্য অপারেটরদের ফিচার ফোনের সঙ্গে তুলনা করলে (প্রতি মাসে ১৯৯ টাকা) দেখা যাবে JioBharat প্ল্যান ৪০ শতাংশ সস্তা। শুধু তাই নয়, প্রতি মাসে ৭৬ টাকা সঞ্চয়ও হবে। সোজা কথায় এর মানে হল, মাত্র ৯ মাসের মধ্যে ফোনের পুরো টাকা উঠে আসবে, তারপর বিনামূল্যে ব্যবহারের মতো দাঁড়াবে বিষয়টা। ইউজার যত বেশি ব্যবহার করবেন, তত সঞ্চয় হবে।

Jio Recharge: ঝপাঝপ পোর্ট করিয়ে নিন, মাত্র ১ টাকা পার্থক্য, তবে লাভ হবে ধামাল, Jio-র নতুন ২টি রিচার্জ প্ল্যান

Jio New Recharge Plan: দেশের অন্যতম প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারী হল Jio। সম্প্রতি তারা সম্পূর্ণ নতুন ২টি প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই দু’টির জন্য গ্রাহকদের দিতে হবে ১০২৮ টাকা ১০২৯ টাকা। দামে তো যেমন সেরকম ফারাক নেই-ই, তেমনই বেনিফিটের ক্ষেত্রেও বিষয়টা অনেকটাই এক রকম।
Jio New Recharge Plan: দেশের অন্যতম প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারী হল Jio। সম্প্রতি তারা সম্পূর্ণ নতুন ২টি প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই দু’টির জন্য গ্রাহকদের দিতে হবে ১০২৮ টাকা ১০২৯ টাকা। দামে তো যেমন সেরকম ফারাক নেই-ই, তেমনই বেনিফিটের ক্ষেত্রেও বিষয়টা অনেকটাই এক রকম।
১০২৮ টাকার প্ল্যানটিতে মিলবে Swiggy One Lite সাবস্ক্রিপশন। আর ১০২৯ টাকার প্ল্যানটিতে থাকবে একটি কমপ্লিমেন্টারি Amazon Prime Lite সাবস্ক্রিপশন।
১০২৮ টাকার প্ল্যানটিতে মিলবে Swiggy One Lite সাবস্ক্রিপশন। আর ১০২৯ টাকার প্ল্যানটিতে থাকবে একটি কমপ্লিমেন্টারি Amazon Prime Lite সাবস্ক্রিপশন।
এই নতুন দুই প্ল্যানের কমন বেনিফিটের মধ্যে অন্যতম হল ৮৪ দিন (তিন মাস)-এর জন্য দৈনিক ২ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ৫জি ডেটা এবং আনলিমিটেড কলিং। আর দুই প্ল্যানেই থাকবে JioTV, JioCinema এবং JioCloud সাবস্ক্রিপশনও।
এই নতুন দুই প্ল্যানের কমন বেনিফিটের মধ্যে অন্যতম হল ৮৪ দিন (তিন মাস)-এর জন্য দৈনিক ২ জিবি করে ডেটা। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ৫জি ডেটা এবং আনলিমিটেড কলিং। আর দুই প্ল্যানেই থাকবে JioTV, JioCinema এবং JioCloud সাবস্ক্রিপশনও।
তবে মাথায় রাখতে হবে যে, এক্ষেত্রে মিলবে শুধু বেসিক JioTV সাবস্ক্রিপশনই। তবে JioTV Premium-এর সুবিধা কিন্তু মিলবে না। আসলে JioTV Premium-এ পাওয়া যায় 4K রেজোলিউশন পর্যন্ত অ্যাড-ফ্রি কন্টেস্ট স্ট্রিমিং, যার মাধ্যমে আন্তর্জাতিক কন্টেন্টও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে মাথায় রাখতে হবে যে, এক্ষেত্রে মিলবে শুধু বেসিক JioTV সাবস্ক্রিপশনই। তবে JioTV Premium-এর সুবিধা কিন্তু মিলবে না। আসলে JioTV Premium-এ পাওয়া যায় 4K রেজোলিউশন পর্যন্ত অ্যাড-ফ্রি কন্টেস্ট স্ট্রিমিং, যার মাধ্যমে আন্তর্জাতিক কন্টেন্টও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
সব মিলিয়ে উভয় প্ল্যানেই মিলবে ১৬৮ জিবি ৪জি ডেটা (দৈনিক লিমিট ২ জিবি করে) এবং আনলিমিটেড ৫জি ডেটা। এর জন্য মাসিক গড় খরচ পড়বে ৩৪৩ টাকা। আসলে এই প্ল্যানগুলি স্ট্যান্ডঅ্যালোন মান্থলি রিচার্জ প্ল্যানের তুলনায় বেশ সাশ্রয়ী।
সব মিলিয়ে উভয় প্ল্যানেই মিলবে ১৬৮ জিবি ৪জি ডেটা (দৈনিক লিমিট ২ জিবি করে) এবং আনলিমিটেড ৫জি ডেটা। এর জন্য মাসিক গড় খরচ পড়বে ৩৪৩ টাকা। আসলে এই প্ল্যানগুলি স্ট্যান্ডঅ্যালোন মান্থলি রিচার্জ প্ল্যানের তুলনায় বেশ সাশ্রয়ী।
কিন্তু কোন ব্যবহারকারীর জন্য কোন প্ল্যানটি সঠিক। আসলে যাঁরা Swiggy থেকে হামেশাই খাবার অর্ডার করেন, তাঁদের জন্য ১০২৮ টাকার প্ল্যানটি বেশি আকর্ষণীয়। আবার যাঁরা মুভি এবং টিভি শো দেখতে ভালবাসের আর অ্যামাজন থেকে শপিং করেন, তাঁদের জন্য ১০২৯ টাকার প্ল্যানটি বেশি ভাল। তাহলে দেখে নেওয়া যাক ১০২৮ টাকা এবং ১০২৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
কিন্তু কোন ব্যবহারকারীর জন্য কোন প্ল্যানটি সঠিক। আসলে যাঁরা Swiggy থেকে হামেশাই খাবার অর্ডার করেন, তাঁদের জন্য ১০২৮ টাকার প্ল্যানটি বেশি আকর্ষণীয়। আবার যাঁরা মুভি এবং টিভি শো দেখতে ভালবাসের আর অ্যামাজন থেকে শপিং করেন, তাঁদের জন্য ১০২৯ টাকার প্ল্যানটি বেশি ভাল। তাহলে দেখে নেওয়া যাক ১০২৮ টাকা এবং ১০২৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
১০২৮ টাকার প্ল্যানের ফিচার এবং বেনিফিট: মূল্য: ১০২৮ টাকা |  ৪জি ডেটা: ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা | ৫জি ডেটা: আনলিমিটেড | কলিং: আনলিমিটেড | ভ্যালিডিটি: ৮৪ দিন | ওটিটি বেনিফিট: JioTV, JioCinema এবং JioCloud | স্পেশাল অফার: Swiggy One Lite
১০২৮ টাকার প্ল্যানের ফিচার এবং বেনিফিট: মূল্য: ১০২৮ টাকা | ৪জি ডেটা: ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা | ৫জি ডেটা: আনলিমিটেড | কলিং: আনলিমিটেড | ভ্যালিডিটি: ৮৪ দিন | ওটিটি বেনিফিট: JioTV, JioCinema এবং JioCloud | স্পেশাল অফার: Swiggy One Lite
১০২৯ টাকার প্ল্যানের ফিচার এবং বেনিফিট: | মূল্য: ১০২৯ টাকা | ৪জি ডেটা: ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা | ৫জি ডেটা: আনলিমিটেড | কলিং: আনলিমিটেড | ভ্যালিডিটি: ৮৪ দিন | ওটিটি বেনিফিট: JioTV, JioCinema এবং JioCloud | স্পেশাল অফার: Amazon Prime Lite
১০২৯ টাকার প্ল্যানের ফিচার এবং বেনিফিট: | মূল্য: ১০২৯ টাকা | ৪জি ডেটা: ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা | ৫জি ডেটা: আনলিমিটেড | কলিং: আনলিমিটেড | ভ্যালিডিটি: ৮৪ দিন | ওটিটি বেনিফিট: JioTV, JioCinema এবং JioCloud | স্পেশাল অফার: Amazon Prime Lite