আবহাওয়ার বিরাট সতর্কতা, ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, পুজোয় বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার সতর্কতা, নিম্নচাপের বৃষ্টি, দুর্যোগ, আবহাওয়ার আপডেট, বাংলার আবহাওয়া, বাংলা নিউজ, ঝড় বৃষ্টি সতর্কতা, দমকা হাওয়া, আবহাওয়ার তোলপাড়, বৃষ্টির সতর্কতা, নিম্নচাপের হুঁশিয়ারি, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় সতর্কতা, ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টি, কমলা সতর্কতা, ঝড় বৃষ্টির সতর্কতা, ঘূর্ণাবর্ত, বিপরীত ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া, বাংলা নিউজ

IMD West Bengal Weather: আবহাওয়ার চরম রদবদল…! চতুর্থী থেকে অষ্টমী! কী হবে বাংলায়? পুজোর আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল আলিপুর

নিম্নচাপ কেটে গিয়ে ঘূর্ণাবর্ত। বর্ষাকে সক্রিয় রেখে বৃষ্টির দাপট চালিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার আসছে আবহাওয়ার মেগা বদল।
নিম্নচাপ কেটে গিয়ে ঘূর্ণাবর্ত। বর্ষাকে সক্রিয় রেখে বৃষ্টির দাপট চালিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার আসছে আবহাওয়ার মেগা বদল।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে রবিববারও দিনভর ছিল মেঘলা আকাশ। পশ্চিমেও ছিল আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে রবিববারও দিনভর ছিল মেঘলা আকাশ। পশ্চিমেও ছিল আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা? পূর্বাভাস বলছে, গত দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে। রাত পোহালে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানাচ্ছে মৌসম ভবন। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে।
কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা? পূর্বাভাস বলছে, গত দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে। রাত পোহালে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানাচ্ছে মৌসম ভবন। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে।
কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলিতে।
কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলিতে।
তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল আইএমডি।
তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল আইএমডি।
শুধু তাই নয় পঞ্চমী থেকে দশমী, সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টিরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে পুজোর চারদিনও।
শুধু তাই নয় পঞ্চমী থেকে দশমী, সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টিরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে পুজোর চারদিনও।
কলকাতাআজকেও হালকা বৃষ্টির সকালের দিকে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।
কলকাতা
আজকেও হালকা বৃষ্টির সকালের দিকে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।
সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা সোমবার। বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা সোমবার। বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১৩.৯ মিলিমিটার।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১৩.৯ মিলিমিটার।