পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

IMD West Bengal Weather Cyclone Remal: ঝাঁপিয়ে পড়বে অতি শক্তিশালী ‘রিমল’…! আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’! কী হবে কলকাতায়? বিরাট সতর্কবাণী আলিপুরের!

শক্তিশালী থেকে অতি শক্তিশালী! ফুঁসছে ঘূর্ণিঝড় রিমল। প্রবল ভয়ঙ্কর দুর্যোগের অশনি সংকেত। প্রহর গুনছে বাংলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এলোপাথাড়ি বৃষ্টি। হিঙ্গলগঞ্জে ভেঙেছে বাঁধ, চরম উৎকণ্ঠায় উপকূলের মানুষ। চলছে আতঙ্কের প্রহর গোনা। এরইমধ্যে বিরাট আপডেট আলিপুরের। জারি হল রেড অ্যালার্ট।
শক্তিশালী থেকে অতি শক্তিশালী! ফুঁসছে ঘূর্ণিঝড় রিমল। প্রবল ভয়ঙ্কর দুর্যোগের অশনি সংকেত। প্রহর গুনছে বাংলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এলোপাথাড়ি বৃষ্টি। হিঙ্গলগঞ্জে ভেঙেছে বাঁধ, চরম উৎকণ্ঠায় উপকূলের মানুষ। চলছে আতঙ্কের প্রহর গোনা। এরইমধ্যে বিরাট আপডেট আলিপুরের। জারি হল রেড অ্যালার্ট।
বঙ্গোপসাগরে রবিবার সকালেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এই মুহূর্তে তা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। রবিবার মধ্যরাতে রিমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে।
বঙ্গোপসাগরে রবিবার সকালেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এই মুহূর্তে তা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। রবিবার মধ্যরাতে রিমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে।
তার আগে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল সমুদ্রে ঝড়ের পরিস্থিতি। আর তার জেরে দুর্যোগের লাল সতর্কতা ঠিক কোন কোন জায়গায়।
তার আগে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল সমুদ্রে ঝড়ের পরিস্থিতি। আর তার জেরে দুর্যোগের লাল সতর্কতা ঠিক কোন কোন জায়গায়।
আলিপুর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনগতি বর্তমানে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সাময়িক ভাবে তা পৌঁছে যাচ্ছে ১২০ কিলোমিটারেও। এর ফলে ভয়াবহ উত্তাল আকার নিয়েছে সমুদ্র। আগামী দু'দিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনগতি বর্তমানে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সাময়িক ভাবে তা পৌঁছে যাচ্ছে ১২০ কিলোমিটারেও। এর ফলে ভয়াবহ উত্তাল আকার নিয়েছে সমুদ্র। আগামী দু’দিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে রিমল।
আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে রিমল।
ক্যানিং থেকে তার দূরত্ব ২৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব। সাগরের উপরেই ‘প্রবল’ আকার নিয়েছে রিমল। ঘূর্ণিঝড় গত ছ’ঘণ্টায় সাত কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা।
ক্যানিং থেকে তার দূরত্ব ২৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব। সাগরের উপরেই ‘প্রবল’ আকার নিয়েছে রিমল। ঘূর্ণিঝড় গত ছ’ঘণ্টায় সাত কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা।
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। ভয়ের খবর কলকাতার জন্যেও।
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। ভয়ের খবর কলকাতার জন্যেও।
কলকাতা, হাওড়া হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
কলকাতা, হাওড়া হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে সোমবার। হাওয়ার সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে সোমবার। হাওয়ার সঙ্গে চলবে প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে।
কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাতে।
৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাতে।