বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

IMD West Bengal Weather: গভীর নিম্নচাপ ফুঁসছে সাগরে…! ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের অশনি! শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর

রবিবার ঘূর্ণিঝড় রিমল এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে এর অভিমুখ হতে পারে। অভিমুখ হবার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকার উপকূল। বিশ্বের মডেলগুলি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আর তারই জেরে আগামী কয়েকদিনে আমূল বদলে যেতে চলেছে বঙ্গের আবহাওয়া।
রবিবার ঘূর্ণিঝড় রিমল এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে এর অভিমুখ হতে পারে। অভিমুখ হবার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকার উপকূল। বিশ্বের মডেলগুলি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আর তারই জেরে আগামী কয়েকদিনে আমূল বদলে যেতে চলেছে বঙ্গের আবহাওয়া।
ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে গভীর নিম্নচাপে।
ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে গভীর নিম্নচাপে।
গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়।
গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়।
ভারতের মৌসম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে এরপরই রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোনও স্থলভাগে। বালাসোর থেকে বরিশালের মাঝে সম্ভাবনা সব থেকে বেশি।
ভারতের মৌসম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে এরপরই রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোনও স্থলভাগে। বালাসোর থেকে বরিশালের মাঝে সম্ভাবনা সব থেকে বেশি।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমল পরিস্থিতির জেরে উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার থেকে হাওয়া বদল হবে ব্যাপক ভাবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গ জুড়ে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমল পরিস্থিতির জেরে উইকেন্ডে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার থেকে হাওয়া বদল হবে ব্যাপক ভাবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গ জুড়ে।
নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
এর জেরে উপকূলে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।
এর জেরে উপকূলে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা উত্তর-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা উত্তর-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
দক্ষিণবঙ্গশুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি। সকাল থেকে গরম অস্বস্তি এবং বেলা বাড়লে চরমে পৌঁছবে সেই অস্বস্তি। হালকা ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
দক্ষিণবঙ্গ
শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি। সকাল থেকে গরম অস্বস্তি এবং বেলা বাড়লে চরমে পৌঁছবে সেই অস্বস্তি। হালকা ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বৃহস্পতি শুক্রবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে।
বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বৃহস্পতি শুক্রবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে।
শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শনিবার থেকে শুরু হবে আরও একটি ঝড় বৃষ্টির স্পেল। তার সঙ্গে সমুদ্র উত্তাল হবে এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকবে।
শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শনিবার থেকে শুরু হবে আরও একটি ঝড় বৃষ্টির স্পেল। তার সঙ্গে সমুদ্র উত্তাল হবে এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকবে।
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে।
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে।
এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গের কলকাতা-সহ নয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব , পশ্চিম মেদিনীপুর কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের কলকাতা-সহ নয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব , পশ্চিম মেদিনীপুর কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টির সতকর্তা। ভারী বৃষ্টি দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টির সতকর্তা। ভারী বৃষ্টি দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কয়েক পশলা হালকা বৃষ্টি জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে।
শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কয়েক পশলা হালকা বৃষ্টি জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে।
কলকাতাউইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছয়। বৃহস্পতিবার দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
কলকাতা
উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছয়। বৃহস্পতিবার দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি বেশি হবে তামিলনাডু, কেরল, মাহে ও কর্নাটকে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি বেশি হবে তামিলনাডু, কেরল, মাহে ও কর্নাটকে।