দক্ষিণবঙ্গ IMD West Bengal Weather: কালীপুজোতেও বৃষ্টি…? আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? বড় আপডেট দিল আলিপুর Gallery October 29, 2024 Bangla Digital Desk ফের আবহাওয়ার বদল রাজ্যে। দানার অভিঘাত থামতে না থামতেই ফের আবহাওয়ার নতুন আপডেট দিল হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, কালীপুজোর আগে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। কী হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? বড় আপডেট দিল আলিপুর। সর্বশেষ পূর্বাভাস বলছে, কালীপূজোতেও কাটছে না বৃষ্টির সিঁদুরে মেঘ। রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছেই। শেষ পূর্বাভাস অনুযায়ী, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। স্বস্তির খবর, আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু’এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই হতে পারে আবহাওয়ার বদল। শুষ্ক আবহাওয়া শুরু হবে রাজ্য জুড়ে। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু হবে। আজ মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।