দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, লাইফস্টাইল Travel-Bankura: বাঁকুড়ায় বেড়াতে গেলে এই তিন জায়গা মিস করবেন না! অনেকেই জানেন না Gallery October 29, 2024 Bangla Digital Desk ইতিহাসপ্রেমীদের জন্য দুর্দান্ত তিন জায়গা বাঁকুড়ায়। আপনি জানেনই না। রয়েছে চোখের সামনে। প্রথমেই ঘুরে নিন বাঁকুড়ায় বাঁকুড়া শহরে অবস্থিত গান্ধি বিচার পরিষদের গান্ধি মিউজিয়াম। গান্ধিজীর জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবার চলে আসুন বাঁকুড়ার সিমলাপালে। ছোট্ট মফস্বল শহর সিমলাপাল। রয়েছে সিমলাপাল রাজবাড়ি রয়েছে নাট মন্দির, রাজবাড়ি এবং বিরাট গড় দরজা। এসে অবশ্যই উপভোগ করতে ভুলবেন না। বাঁকুড়া থেকে মাত্র ৬ কিলোমিটার পশ্চিমে দারকেশ্বর নদীর ঠিক দক্ষিণ তীরে অবস্থিত, সোনাতপল বলে একটি গ্রাম। এই গ্রামেই রয়েছে চিত্তাকর্ষক একটি সূর্য মন্দির। একটি ইটের “রেখা দেউল”। উঁচু ইটের শক্ত একটি ভিত্তি প্রস্তরের উপর তৈরি এই সূর্য মন্দিরের উচ্চতা কমকরে ১২০ ফুট। এত উঁচু প্রাচীন মন্দির এই অঞ্চলে আর কোথাও নেই সেটা হলফ করেই বলা চলে।