ছয় দফা নির্দেশিকা নবান্নের

West Bengal News: রাজ্যের প্রতিটি গ্রামে হবে জনসংযোগ যাত্রা, ২০ টি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ

কলকাতা: রাজ্যের প্রত্যেকটি গ্রামে দিতে হবে জনসংযোগ প্রোগ্রামের সুবিধা। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে পাঠানো হল জেলাগুলিকে। ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জনসংযোগ প্রোগ্রাম থেকে। নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা।

জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্বাস্থ্যসাথী,কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু-সহ দুয়ারে সরকার কর্মসূচির একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই কর্মসূচি থেকে। নির্দেশিকা জারি করে শনিবার ছুটি বাতিলের কথা জানানো হল। জনসংযোগ প্রোগ্রাম চলাকালীন কেউ ছুটি নিতে পারবেন না। নির্দেশিকা জারি করে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব।

এ দিকে, রাম মন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কী কী পদক্ষেপ? মুখ্য সচিবের থেকে জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্য সচিব-কে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। কোন কোন জেলায় কী কী ধরনের পদক্ষেপ করা হয়েছে? কী পরিমাণ বাহিনী মোতায়েন করা হচ্ছে, কোন কোন জায়গায়? রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট চাইলেন রাজ্যপাল। দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ মুখ্য সচিবকে দেওয়া হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর।