চোখ দেখলেই বুঝতে পারবেন, মানুষটা কেমন! দেওয়া রইল টোটকা, আর ঠকবেন না!

চোখ শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ। চোখ দেখে একজন মানুষের সম্পর্কে অনেক গোপন কথাও জানা যায়।
চোখ শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ। চোখ দেখে একজন মানুষের সম্পর্কে অনেক গোপন কথাও জানা যায়।
অনেকেই মজা করে বলেন, চোখের ভাষা পড়তে জানতে হয়! চোখের ভাষা বলে কি সত্যিই কিছু হয়! সেটা বলা মুশকিল। তবে চোখের ধরণ, রঙ দেখে অনেক কিছু আন্দাজ করে নিতেই পারেন।
অনেকেই মজা করে বলেন, চোখের ভাষা পড়তে জানতে হয়! চোখের ভাষা বলে কি সত্যিই কিছু হয়! সেটা বলা মুশকিল। তবে চোখের ধরণ, রঙ দেখে অনেক কিছু আন্দাজ করে নিতেই পারেন।
চোখের রঙ কালো ও সুন্দর হলে জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকী কেরিয়ারে সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকে বেশি।
চোখের রঙ কালো ও সুন্দর হলে জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকী কেরিয়ারে সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকে বেশি।
যাঁদের চোখ লাল, তাঁরা সাধারণত বদমেজাজি হন। তবে তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এমনকী চটজলদি কোনও সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা।
যাঁদের চোখ লাল, তাঁরা সাধারণত বদমেজাজি হন। তবে তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এমনকী চটজলদি কোনও সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা।
যাঁদের গোল গোল চোখ, তাঁরা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারেন। তাঁরা সাধারণত অন্যের ভাল-মন্দ নিয়ে ভাবেন না।
যাঁদের গোল গোল চোখ, তাঁরা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারেন। তাঁরা সাধারণত অন্যের ভাল-মন্দ নিয়ে ভাবেন না।
যাঁদের চোখ তুলনামূলক বড়. তাঁরা দয়ালু হন। জীবনের বেশিভাগ সময় তাঁদের আনন্দে কাটে। বন্ধুভাগ্য ভাল হয়।
যাঁদের চোখ তুলনামূলক বড়. তাঁরা দয়ালু হন। জীবনের বেশিভাগ সময় তাঁদের আনন্দে কাটে। বন্ধুভাগ্য ভাল হয়।
চোখের রঙ যাঁদের বাদামি, তাঁরা প্রতারণা করতে পারেন। তাঁরা মিথ্যে কথা বলতে দুবার ভাবেন না। এমনকী কথার খেলাপও করে থাকেন।
চোখের রঙ যাঁদের বাদামি, তাঁরা প্রতারণা করতে পারেন। তাঁরা মিথ্যে কথা বলতে দুবার ভাবেন না। এমনকী কথার খেলাপও করে থাকেন।
চোখ যাঁদের ছোট, তাঁরা প্রতিভাবান হন। তাঁরা মনটাকে কঠিন পরিস্থিতিতে শক্ত রাখতে পারেন। ফলে বাধা কাটিয়ে সাফল্য পান।
চোখ যাঁদের ছোট, তাঁরা প্রতিভাবান হন। তাঁরা মনটাকে কঠিন পরিস্থিতিতে শক্ত রাখতে পারেন। ফলে বাধা কাটিয়ে সাফল্য পান।
অনেকে চোখ বেশ গভীর হয়। তাঁরা চিন্তাশীল। তবে সন্দেপ্রবণ হয়ে থাকেন।
অনেকে চোখ বেশ গভীর হয়। তাঁরা চিন্তাশীল। তবে সন্দেপ্রবণ হয়ে থাকেন।