লাইফস্টাইল Healthy Lifestyle: গভীর প্রেমে মজে আছেন? সম্পর্ক টিকবে তো? প্রেম ভাঙার আগাম আভাস দেয় এই লক্ষণ, আপনার সম্পর্কেও দেখা দিচ্ছে কিনা দেখুন Gallery October 28, 2024 Bangla Digital Desk প্রেমে পড়া আর সম্পর্ক টিকিয়ে রাখার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। প্রেমে পড়ার পর্ব শুধুই আনন্দের ও পেলব। সমস্তটাই শুধুই সুখের যেন। এর মধ্যে অন্ধকারের কোনও স্থান নেই। কিন্তু সময় যেতে সমীকরণ বদলে যেতে থাকে। ক্রমশ প্রকাশ্যে আসতে থাকে সম্পর্কের ওঠাপড়াগুলি। প্রিয় মানুষের সঙ্গে আদৌ সম্পর্কে থাকা যাবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়, নানা প্রশ্ন উঠতে থাকে। তবে সম্পর্ক টিকবে কি না, তার আভাস পাওয়া যায় শুরু থেকেই। দেখে নেওয়া যাক সেগুলি কী। ১) প্রেমে পড়ার সময়ে যত্ন, ভালবাসা থাকে তুঙ্গে। তা যদি আস্তে আস্তে সম্পর্ক থেকে কমতে থাকে, বা দিনে যোগাযোগের পরিসর কমে যায়, তা হলে সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে সত্যিই সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ২) অনেকেই বেশি সংবেদনশীল হন। সঙ্গীর সংবেদনশীলতাকে মর্যাদা দিন প্রথম দিন থেকে। কোনও সম্পর্কে সংবেদনশীল ব্যক্তি যদি বার বার আঘাত পেতে থাকে, তা হলে সেই সম্পর্কের পরিণতি মোটেও ভাল নয়। অথবা সঙ্গীর সংবেদনশীলতা যদি আপনাকে বিরক্ত করতে থাকে তাহলে সেই সম্পর্ক মোটেও টিকবে না। ৩) প্রতিটি সম্পর্কে দেখা যায়, এক জন আর এক জনকে সামান্য হলেও অবদমন করে। এক জনের অধিকারবোধ, অবদমন করার প্রবণতা একটু হলেও বেশি থাকে। কিন্তু অবদমনের মাত্রা যদি বেশি হয় তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। অন্য প্রান্তের মানুষটির হাঁপিয়ে উঠতে বেশি সময় লাগবে না। ৪) প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয় প্রায়ই। কিন্তু সেগুলি আলোচনা করে মিটিয়ে নেওয়া ভাল। যদি দেখেন আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। কিন্তু সেগুলি আলোচনা করে মেটাচ্ছেন না। তার মানে ভবিষ্যৎ নিয়ে আপনি বা সঙ্গী কেউই চিন্তিত নন। এভাবেই জমতে থাকে ভুল বোঝাবুঝির পাহাড়। তাহলে সহজেই বুঝবেন এ সম্পর্কের মেয়াদ বেশিদিনের নয়। ৫) একটা সম্পর্কে ভালবাসা ও পারষ্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনও সম্পর্কেই ভাল থাকা যায় না।