Income Tax: ১০ লাখ টাকা বেতনেও এক পয়সা ট্যাক্স দিতে হবে না, এভাবে করুন প্ল্যানিং

২০২৩ সালের বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন কর কাঠামোয় ৭ লাখ টাকা বার্ষিক আয়ে সম্পূর্ণ করছাড় ঘোষণা করা হয়। তবে তার বেশি আয়ে আয়কর দিতে হবে।
২০২৩ সালের বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন কর কাঠামোয় ৭ লাখ টাকা বার্ষিক আয়ে সম্পূর্ণ করছাড় ঘোষণা করা হয়। তবে তার বেশি আয়ে আয়কর দিতে হবে।
কর বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক বেতন ১০ লক্ষ টাকা হলেও কোনও আয়কর দিতে হবে না। শুধু বুদ্ধি করে কর পরিকল্পনা করতে হবে। তবে সবার আগে, ১০ লক্ষ টাকার আয় করমুক্ত করতে বেছে নিতে হবে পুরনো কর ব্যবস্থা।
কর বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক বেতন ১০ লক্ষ টাকা হলেও কোনও আয়কর দিতে হবে না। শুধু বুদ্ধি করে কর পরিকল্পনা করতে হবে। তবে সবার আগে, ১০ লক্ষ টাকার আয় করমুক্ত করতে বেছে নিতে হবে পুরনো কর ব্যবস্থা।
এখানে বলে রাখা ভাল, পুরনো কর ব্যবস্থায় ৫ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। এবার ১০ লাখ টাকা বার্ষিক আয়কে করমুক্ত করতে একজন চাকরিজীবী ব্যক্তির কীভাবে এগোনো উচিত দেখে নেওয়া যাক।
এখানে বলে রাখা ভাল, পুরনো কর ব্যবস্থায় ৫ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। এবার ১০ লাখ টাকা বার্ষিক আয়কে করমুক্ত করতে একজন চাকরিজীবী ব্যক্তির কীভাবে এগোনো উচিত দেখে নেওয়া যাক।
এভাবে হবে ১০ লাখ টাকা আয়ে শূন্য কর: সরকার পুরনো কর কাঠামোর অধীনে বেশ কিছু কর ছাড় দেয়। এগুলো সঠিকভাবে ব্যবহার করেই ১০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা যায়।
এভাবে হবে ১০ লাখ টাকা আয়ে শূন্য কর: সরকার পুরনো কর কাঠামোর অধীনে বেশ কিছু কর ছাড় দেয়। এগুলো সঠিকভাবে ব্যবহার করেই ১০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা যায়।
প্রথমেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাধ্যমে ৫০ হাজার টাকা ছাড় নিতে হবে। এখন করযোগ্য আয় দাঁড়াল ৯.৫০ লক্ষ টাকা।
প্রথমেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাধ্যমে ৫০ হাজার টাকা ছাড় নিতে হবে। এখন করযোগ্য আয় দাঁড়াল ৯.৫০ লক্ষ টাকা।
এবার পিপিএফ, ইপিএফ, ইএলএসএস এবং এনএসসি-র মতো স্কিমে বিনিয়োগ করে ধারা ৮০সি-র অধীনে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় নিতে পারেন আয়করদাতা। তাহলে এখন করযোগ্য আয় ৮ লাখ টাকায় নেমে এল।
এবার পিপিএফ, ইপিএফ, ইএলএসএস এবং এনএসসি-র মতো স্কিমে বিনিয়োগ করে ধারা ৮০সি-র অধীনে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় নিতে পারেন আয়করদাতা। তাহলে এখন করযোগ্য আয় ৮ লাখ টাকায় নেমে এল।
এনপিএস-এ বিনিয়োগ করলে বিনিয়োগকারী ধারা ৮০সিসিডি-র অধীনে ৫০ হাজার টাকা করছাড় পেতে পারেন। এখন আয় নেমে এসেছে সাড়ে ৭ লাখ টাকায়। আয়কর আইনের ধারা ২৪বি-র আওতায় হোম লোনে ২ লাখ টাকা করছাড় পাওয়া যায়। এখন আয় কমে দাঁড়িয়েছে ৫.৫ লাখ টাকা।
এনপিএস-এ বিনিয়োগ করলে বিনিয়োগকারী ধারা ৮০সিসিডি-র অধীনে ৫০ হাজার টাকা করছাড় পেতে পারেন। এখন আয় নেমে এসেছে সাড়ে ৭ লাখ টাকায়। আয়কর আইনের ধারা ২৪বি-র আওতায় হোম লোনে ২ লাখ টাকা করছাড় পাওয়া যায়। এখন আয় কমে দাঁড়িয়েছে ৫.৫ লাখ টাকা।
আয়করের ধারা ৮০ডি-র আওতায় পরিবারের চিকিৎসা বিমা নেওয়ার জন্য ২৫ হাজার টাকা এবং মা-বাবার স্বাস্থ্য বিমা নিলে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যায়। তাহলে এখন আয় দাঁড়াল ৫ লাখ টাকা।
আয়করের ধারা ৮০ডি-র আওতায় পরিবারের চিকিৎসা বিমা নেওয়ার জন্য ২৫ হাজার টাকা এবং মা-বাবার স্বাস্থ্য বিমা নিলে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যায়। তাহলে এখন আয় দাঁড়াল ৫ লাখ টাকা।
এখন পুরনো কর ব্যবস্থায় ধারা ৮৭এ-র অধীনে ছাড়ের কারণে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তাহলে এই ৫ লাখ টাকায় কোনও কর দিতে হচ্ছে না। এভাবে চাকরিজীবী ব্যক্তি বার্ষিক ১০ লাখ টাকা আয় সম্পূর্ণ করমুক্ত করতে পারেন।
এখন পুরনো কর ব্যবস্থায় ধারা ৮৭এ-র অধীনে ছাড়ের কারণে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তাহলে এই ৫ লাখ টাকায় কোনও কর দিতে হচ্ছে না। এভাবে চাকরিজীবী ব্যক্তি বার্ষিক ১০ লাখ টাকা আয় সম্পূর্ণ করমুক্ত করতে পারেন।