হাওড়া: শিশু মনে রবীন্দ্র প্রেম জাগাতে অভিনব ভাবনা নব কুমারের! বয়স ষোলো হবার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়েছিলেন নবকুমার ব্যানার্জি। জীবনে প্রতিবন্ধকতা আসায় কখনও থেমে থাকেননি। একদিকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও জয় করে তার স্বপ্ন সঙ্গীত জগতের মানুষ হয়ে ওঠা, তা নিজের ইচ্ছা নিজের পূরণ করেছেন। হয়ে উঠেছেন একজন সুদক্ষ তবলা বাদক। অদম্য তার ইচ্ছা বলেই নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এই সাংস্কৃতিক চর্চায় ব্রতী হয়েছেন। মনোবলের জোরেই রুজি রুটির টানে তবলা শেখাতে আজও যান বাড়ি বাড়ি।ছেলেবেলা থেকেই একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ। বিশেষ করে রবীন্দ্র প্রেমী। অন্ধত্ব সত্ত্বেও ছেলেবেলা থেকেই রবীন্দ্র নজরুল সন্ধ্যার অনুষ্ঠানে ছুটে যেতেন। আর এই রবীন্দ্র প্রেম থেকেই বর্তমানে নিয়েছেন এক উদ্যোগ।
আরও পড়ুন: ধরাধামে বৃষ্টির আশায় পথে নামল একদল খুদে! বাঁকড়ায় ধুলোট উৎসব
যে সমস্ত শিশু এখনও জানেনি কে এই রবীন্দ্রনাথ? প্রকৃত রবীন্দ্রনাথের পরিচয় যাদের কাছে ঘটেনি আজও? তাদেরকে রবীন্দ্রনাথকে চেনান।গ্রামের যে সব শিশুরা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে নানা ছলেবলে তাদেরকে শোনাচ্ছেন রবীন্দ্রনাথের কবিতা ও গল্প। আর এই কৌশলেই শিশুদের মনে রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে নানা কৌতূহল বা প্রশ্ন জন্মাচ্ছে শিশু মনে। এর ফলে একটু একটু করে নিজেরা নিজেদের মত করে কবিতা উচ্চারণের চেষ্টা জাগে শিশুদের। এটাই ভীষণভাবে ভাললাগা হাওড়ার নবকুমার বাবুর। তিনি গ্রীষ্মের তীব্র দাবদহকে উপেক্ষা করে ছুটছেন মানুষের বাড়ি বাড়ি। তার একটাই আর্জি বাবা মেয়েদের কাছে, ছেলেদের যেনো পাঠায় রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানে। আর গ্রামের তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন তার পাশে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি