ডায়রিয়া আক্রান্ত পুরুলিয়ায়

Purulia News : ডায়রিয়ার প্রকোপ বাড়ছে জেলায় , চিন্তায় স্বাস্থ্য দফতর!

পুরুলিয়া : ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জেলায়। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা অনেকখানি বেড়ে গিয়েছে বাগমুন্ডির কয়েকটি গ্রামে। বাগমুন্ডি ব্লকের বুরদা কালিমাটি অঞ্চলের কালিমাটি , সারজুমাতু , পারমটিকর সহ বেশকয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। খবর পেয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এলাকার নলকূপ , সৌরচালিত পাম্প ও পুকুরের জল পরীক্ষা করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। জেলা স্বাস্থ্য দফরের পক্ষ থেকে বেশ কয়েকটি নলকূপ ও পুকুরের জল ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়েছে যেগুলিতে বেক্টেরিয়া পাওয়া গিয়েছে।

দূষিত জলের উৎসগুলোতে লাগানো হয়েছে নোটিশ বোর্ড যাতে কেউ ওই জল ব্যবহার না করেন। প্রশাসনের পক্ষথেকে ট্যাঙ্কারে ট্যাঙ্কারে ওই গ্রামগুলিতে পানীয়জল সরবরাহ করা হচ্ছে।এ বিষয়ে গ্রামবাসীরা জানান , গ্রামের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছি এই প্রথম গ্রামে একসঙ্গেএতজনের ডায়রিয়ায় আক্রান্ত এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছে স্বাস্থ্য কেন্দ্রে।

আরও পড়ুন : বিড়ি শ্রমিকদের জন্য তৈরি হওয়া হাসপাতালে তালা, ভোগান্তিতে রোগীরা!

ডাক্তারবাবুরাও আসছেন গ্রামে। তারাও বিভিন্ন এলাকার জলের নমুনাও সংগ্রহ করছেন । এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জানান , বাঘমুন্ডি ছাড়াও জেলার বেশ কিছু জায়গায় আক্রান্তের খবর আসছে। এই মুহূর্তে বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মোট ২৩ জন ভরতিরয়েছে। এবিষয়ে আমরা সজাগ আছি ও এলাকার খোঁজখবর রাখতে বলা হয়েছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের।

আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম মহিলা কৃষকের পাশে দাঁড়াতে মানবিক কর্মকাণ্ড কৃষি অধিকর্তার

পুরুলিয়া মূলত খরাপ্রবণ এলাকা বলে পরিচিত। ফলে এখানে জলের উৎস তুলনামূলভাবে বেশ কম। তার ওপর এইডায়রিয়ার প্রকোপ, সব মিলিয়েদুশ্চিন্তায় পুরুলিয়াবাসী সহ জেলা স্বাস্থ্য দফতর।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

যদিও সমস্ত দিক থেকে পাশে থাকার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর।

শর্মিষ্ঠা ব্যানার্জি