বাংলাদেশ পারবে না এবারও! চেন্নাইতে শান্তর টিমকে ‘অশান্ত’ করে দিল ভারত

চেন্নাই: সকালটা যদি বাংলাদেশের হয়, তা হলে সারা দিন ভারতের! চেন্নাই টেস্টের প্রথম দিন নিয়ে এমন কথা বলাই যায়। চেন্নাইতে আজ ছিল মেঘলা আকাশ, তার মধ্যে আগেই খবর ছিল, উইকেট পেস সহায়ক হতে পারে। ফলে সকালের সেশন যে পেসারদের হবে, তার আন্দাজ আগে থেকেই ছিল। আর সেই আন্দাজ মিলে গেল।

যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মার জুটি নেমেছিল ওপেনিং-এ। যশস্বী করলেন ৫৬। রোহিত ফ্লপ। শুভমান গিল খাতাই খুলতে পারলেন না। বিরাট কোহলি উইকেট ছুঁড়ে দিয়ে গেলেন।

তিনজন মহারথীকে হারিয়ে ভারতীয় ব্যাটিং যখন ধুঁকছে, ঋষভ পন্থ সেই সময় কাঁধে বাড়তি দায়িত্ব নিয়ে ক্রিজে আসেন। তবে তিনি এখনও কাঁধে দায়িত্বের ভার বেশিক্ষণ বইতে পারেন না, ঠিক যেমন তিনি বিশ্বকাপের সময়ও পারেননি। এদিন ৩৯ রানের ইনিংস খেলেন পন্থ।

আরও পড়ুন- হাসান মাহমুদ একাই ধসিয়ে দিল ভারতের টপ অর্ডার, চেন্নাইতে চাপে টিম ইন্ডিয়া

দুর্ঘটনার পর এই প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ঋষভ। তবে তিনি যেন প্রথম থেকেই তাড়াহুড়োতে ছিলেন। শুরু থেকেই খেলছিলেন চালিয়ে। টেস্টে খেলার মতো ধৈর্য তিনি দেখাতে পারেননি। আর সেই মারমুখী ব্যাটিং করতে গিয়েই তিনি উইকেট দিয়ে যান। যে সময় তাঁকে সব থেকে বেশি দরকার ছিল টিমের, সেই সময় তিনি প্যাভিলিয়নে ফেরেন।

চেন্নাই টেস্টের আগে রোহিত, বিরাটের নামের স্লোগান ছিল চারপাশে। তবে এই টেস্টে অশ্বিন দেখালেন, তাঁকে এখনও ভারতীয় দলের কতটা প্রয়োজন! সেঞ্চুরি করলেন, ‘কাউন্টার-অ্যাটাকিং’ ইনিংস খেলে বাংলাদেশের উপর লাগাতার চাপ বাড়ালেন।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে বাংলার পেসার, আগুন ঝরাতে তৈরি আকাশ দীপ

এদিন এক বিরল রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০ রানের গণ্ডি পেরোলেন ২০ বার। ৩০ বাবের বেশি পাঁচ উইকেট নিয়েছেন। টেস্টে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা ছয়। আর অর্ধশতরান ১৪টি।

প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটে ৩৩৯ রান।