Ind vs Eng 2nd Test: ৩ তারকা নেই! এ কেমন দল নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরতে লড়াই ভারতের

: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হল৷ শুক্রবার বিশাখাপত্তনমের ম্যাচে ভারতীয় দলের জার্সিতে অভিষেক ঘটালেন রজত পাতিদার৷ হায়দরাবাদের টেস্ট হেরে যাওয়ার পর এই ম্যাচে সিরিজ বরাবর করতে নামল টিম ইন্ডিয়া৷ যদিও শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরে গেছেন৷ গত ম্যাচের থেকে এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে ৩টি বদল রয়েছে৷

 

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। কেএল রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছিলেন এবং তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন রজত পতিদার। রবীন্দ্র জাদেজার জায়গায় প্লেয়িং ইলেভেনে এসেছেন কুলদীপ যাদব। এই ম্যাচে পেস অস্ত্র মহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় এলেন মুকেশ কুমার।

আরও পড়ুন – Shani Asta In Kumbh: ‘কুম্ভে শনির অস্ত’ নরক হয়ে যাবে ‘এই’ রাশির জাতক-জাতিকার জীবন

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের ধাক্কা তারওপর  দ্বিতীয় টেস্ট ম্যাচে প্লেয়িং ইলেভেনে তিন প্রধান মুখকে ছাড়াই প্লেয়িং ইলেভেন সাজাতে হয়েছে ভারতকে৷ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ভারতীয় দল। হায়দরাবাদে খেলা প্রথম ম্যাচের  দুটি বড়  ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। তারকা ব্যাটসম্যান কেএল রাহুল এবং গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। বদলি হিসেবে সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমারের নাম ঘোষণা করেছিলেন নির্বাচকরা।

 

ভারতের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পতিদার, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার এবং জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন
জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্তো, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন