India vs England: যশস্বী জয়সওয়ালের রাজকীয় শতরান, বিশাখাপত্তনমে ইংল্যান্ডের উপর চাপ বাড়াচ্ছে ভারত

বিশাখাপত্তনম: বয়স মাত্র ২২ বছর। বিশাখাত্তনমে দ্বিতীয় টেস্টে এই বয়সেই দলকে কার্যত একার কাঁধে ভারতকে টানছেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আইয়াররা বড় রান করতে ব্যর্থ হন। কিন্তু যশস্বীর ব্যাটে ভর করে ম্যাচে লড়াইয়ে রয়েছে ভারত। টেস্টে ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরান করলেন যশস্বী জয়সওয়াল। চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২২৫ রানে ৩ উইকেট। ১২৫ রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল ও ২৫ রানে অপরাজিত রজত পাতিদার।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেনিং জুটিতে শুরুটা ভাল করলেও ফের টেস্টে বড় রান করতে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক। দলের ৪০ রানের মাথায় মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল মিলে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ক্রিকেট খেলেন দুইজনই। ৪৯ রানের পার্টনারশিপ করেন যশশ্বী ও গিল।

কিন্ত বড় রান করতে ব্যর্থ হন গিলও। দলের ৮৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন শুভমান গিল।অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। অর্ধশতরান পূরণ করেন তিনি। লাঞ্চ পর্যন্ত ৬টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল ৩১ ওভারে ২ উইকেটে ১০৩ রান।

আরও পড়ুনঃ Ravichandran Ashwin: সূবর্ণ সুযোগ অশ্বিনের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে গড়তে পারেন ৫টি মহারেকর্ড

লাঞ্চের পর যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার মিলে ছোট হলেও একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে। জুটিকে ৯০ রান যোগ করেন তারা। যদিও তার বেশির ভাগটাই যশস্বীর। ১৭৯ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের। ২৭ রান করে আউট হন শ্রেয়স। এরপর যশস্বীতে সঙ্গ দিচ্ছেন রজত পাতিদার। চা বিরতির আগেই শতরান পূরণ করেন যশস্বী। ১৫১ বলে শতরান পূরণ করেন জয়সওয়াল। চা বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ২২৫।