Ind vs Eng: Kohli-র দলকে দরাজ সার্টিফিকেট দিয়ে ট্যুইট BCCI প্রেসিডেন্ট Sourav-এর

#ওভাল: ইংল্যান্ডকে (England) সব বিভাগে পর্যদুস্ত করে ওভাল টেস্টে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেছে ভারত (India) ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ওভালের টেস্টটি ভারত ১৫৭ রানে ম্যাচ জিতে যায় বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং৷  তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করা হচ্ছে সব মহল থেকে৷ বিসিসিআই  (BCCI) প্রেসিডেন্ট ও ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ দাদা বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট বাকিদের থেকে অনেক এগিয়ে৷ ’’

নিজের ট্যুইট বার্তায় দাদা বলেছেন, “Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead than the rest @BCCI,” -অর্থাৎ ,‘‘দারুণ শ্যো, স্কিল পার্থক্য করে দেয়৷ তবে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় চাপ গ্রহণ করার ক্ষমতা, ভারতীয় ক্রিকেট আর সকলের থেকে অনেক এগিয়ে দেয়৷ ’’

এদিকে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয় মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) ভারতের সাফল্যের উচ্ছ্বসিত্ প্রশংসা করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘What a comeback! The boys just kept bouncing back after every setback. What a way to stamp authority on the last day when England were 77/0. Way to go guys! Let’s make it 3-1.’’- অর্থাৎ  ‘‘কী দারুণ কামব্যাক! প্রতিটা হারের পর ছেলেরা বাউন্সব্যাক করে৷ ইংল্যান্ড যেখানে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রানে ছিল সেখান থেকে আধিপত্য বজায় রেথে জয়৷ ’’

ভারতীয় ক্রিকেট দল পঞ্চম দিনে একেবারে সমস্ত বিভাগে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে পর্যদুস্ত করে ম্যাচ পকেটে পুরে নেয়৷