Ind vs Eng: অধিনায়ক হিসেবে সেরা ৩ জয়ের মধ্যে ওভালকে রাখলেন Virat Kohli, দলের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

#ওভাল: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Team India skipper) বিরাট কোহলি (Virat Kohli) দলকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন৷ ওভালের মাটিতে ১৫৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ লন্ডনের লর্ডসে দ্বিতীয় টেস্ট ও ওভালের চতুর্থ টেস্ট জেতায় এই মুহূর্তে কোহলি এন্ড কোংয়ের জন্য লন্ডন দারুণ পয়মন্ত৷ চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৭৭ রান করে ফেলেছিল কোনও উইকেট না হারিয়ে, সেখান থেকে ২১০ রানে ঘরের মাঠে ইংল্যান্ডকে পুঁতে দেওয়া অধিনায়ক কোহলিকে দারুণ তৃপ্তি দিয়েছে৷

নিজের অধিনায়কত্বে এই জয়কে সেরা তিনটি জয়ের মধ্যে রাখবেন বলে জানিয়েছেন বিরাট কোহলি৷ ভারতীয় পেসারদের দাপট জসপ্রীত বুমরাহের ( Jasprit Bumrah) দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট সব মিলিয়ে একেবারে কামাল পারফরম্যান্স৷ ওভালের ফ্ল্যাট ট্র্যাকে তিনি একেবারে নিজেরে পারফরম্যান্স উজাড় করে দিয়েছেন৷

বিরাট কোহলি বলেন, ‘‘আমি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এই জয়কে সেরা তিন জয়ের মধ্যে রাখব৷ ’’

ফ্ল্যাট, ম্যাড়ম্যাড়ে পিচ নিয়ে অবশ্য কোনও সমালোচনা করেননি অধিনায়ক বিরাট কোহলি৷ তিনি উল্টে নিজের বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড ৯৯ রানে লিড পাওয়ার পরেও প্লেয়াররা সকলেই নিজেদের শক্ত চরিত্র বজায় রাখেন৷

বিরাট কোহলি বলেন, ‘‘এটা প্রায় ফ্ল্যাট বলা যায় উইকেট৷ পরিবেশ গরম ছিল এবং আমরা তখন বুঝি আশা আছে যখন জাদেজা রাফে বোলিং করছিল৷ আজ বোলাররা দারুণ রিভার্স সুইং করেছে৷ আমরা বুঝতে পারি আমরা ১০ উইকেট পাব৷ আমাদের বিশ্বাস ছিল৷ ’’

 বুমরাহ এদিনের ম্যাচ ভারতের দিকে ঘুরিয়েছিলেন৷ ঝটপট সেশনে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন৷ কোহলি ম্যাচের পর জানিয়েছেন বুমরাহ নিজেই বল চেয়ে নেন যখন রিভার্স সুইং শুরু হয়েছিল৷ বিরাট কোহলি বলেন, ‘‘বল যখন রিভার্স সুইং শুরু হয়েছিল৷, বুমরাহ ববে আমায় বল দাও৷ ও ওই স্পেলে বল করে আর আমাদের দিকে ম্যাচ ঘুরে যায় দুটি বড় উইকেটের জন্য৷ ’’

শার্দুলেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন অধিনায়ক বিরাট কোহলি৷ এই চতুর্থ টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রোহিত শর্মা৷ তাঁকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধিনায়ক৷ বিরাট কোহলি বলেন, ‘‘ ওঁর পারফরম্যান্স অর্থাৎ রোহিতের পারফরম্যান্স ফ্যানটাসটিক৷ শার্দুল ম্যাচের জন্য যা করেছে তা আলাদাভাবে বলার মতো৷ ওঁর দুটি অর্ধশতরান প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে৷ ও দুটি ইনিংসেই দারুণ ব্যাট করেন৷ ’’