Ravichandran Ashwin: স্ত্রী-কন্যাদের সঙ্গে শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন অশ্বিন, শোনালেন নিজের লড়াইয়ের কাহিনি

ধরমশালা: ভারতের ১৪ তম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। নাম লেখালেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের এলিট ক্লাবে। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামার আগে অশ্বিনকে ১০০ টেস্ট ম্যাচের বিশেষ স্মারক টুপি দিয়ে শুভেচ্ছা জানান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। উপস্থিত ছিলেন অশ্বিনের স্ত্রী ও ২ মেয়েও।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজের মায়ের অসুস্থতার কারণে ম্যাচের মাঝে দল ছেড়ে গিয়েছিলেন অশ্বিন। একদিন থেকে ফের যোগ দিয়ছিলেন দলে। আর এই সিরিজেই একশো টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন ভারতীয় তারকা স্পিনার। বৃহস্পতিবার শততম ম্যাচের সংবর্ধনা নিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অশ্বিন।

এদিন অশ্বিনকে শুভেচছা জানাতে গিয়ে তারকা স্পিনারের ভূয়সী প্রশংসা করেন রাহুল দ্রাবিড়। দক্ষতা, খেলার মানসীকতা, মাঠের বাইরের মানুষ অশ্বিনকে নিয়ে কথা বলেন দ্রাবিড়। নিজেক ক্রিকেট কেরিয়ার, লড়াইয়ের গল্প তুলে ধরেন অশ্বিনও। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যদের জন্য শুভেচ্ছা জানান। অশ্বিনের জীবনের বিশষ মুহূর্তে পাশে থাকতে পেরে গর্বিত স্ত্রী ও মেয়েরা।

আরও পড়ুনঃ KKR Team News: দলের প্রতি বিভাগে চমক? তৈরি কেকেআরের সেরা একাদশ! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। মাঠে নামার সময় ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অশ্বিন। স্মরণীয় ম্যাচ যাতে অশ্বিন নিজের পারফরম্যান্সের দ্বারা আরও স্মরণীয় করে রাখতে পারেন সেই শুভেচ্ছাই জানিয়েছেন সতীর্থ ও ফ্যানেরা।