Ind vs Eng: আউট জো রুট, জয়ের গন্ধ পাচ্ছে ভারত, ব্যাঘ্র গর্জন শার্দুলের, ভিডিও

#ওভাল :  তৃতীয় টেস্টে হারের পর ওভালে প্রথম ইনিংসে মোটেই ভদ্রস্থ পারফরম্যান্স হয়নি টিম ইন্ডিয়ার৷ ১৯১ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া , সর্বোচ্চ রান ছিল শার্দুল ঠাকুরের (Shardul Thakur)৷ তিনি করেছিলেন ৩৬ বলে ৫৭৷ এদিকে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৯০ রান৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত৷ মূলত রোহিত শর্মার ১২৭ রানে ভর করে তারা করে বিশাল ৪৬৬ রান৷ এদিকে এই ইনিংসেও ব্যাট হাতে সফল শার্দুল৷ তিনি করেন ৭২  বলে ৬০ রান৷

এদিকে এত বড় রানের টার্গেট তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই চাপে  ছিল ইংল্যান্ড৷ প্রথম উইকেট পড়ে অবশ্য দলের ১০০ রানে৷ কিন্তু এরপর থেকে ভারতীয় বোলারদের বোলিংয় চাপে পড়ে আস্তে আস্তে আস্তে ব্রিটিশ রক্ষণে ফাটল ধরতে শুরু করে৷ একের পর উইকেট পড়তে শুরু করে৷ এদিন ররি বার্নসকে আউট করে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন শার্দুল ঠাকুর৷ এরপর রবিন্দর জাদেজা, জসপ্রীত বুমরাহ, সকলেই বেশ নাভিঃশ্বাস তুলে দিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানদের৷

জো রুট (Joe Root) অবশ্য ক্রিজে থাকলে অনেক অসম্ভবই সম্ভব হওয়া সম্ভব তাই সকলে দুরুদুরু বক্ষে ছিলেন৷ কিন্তু শার্দুলের বলে প্লেয়ড অন হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে শুরু বাঁধ ভাঙা উচ্ছ্বাস৷

৫০ বছরে ভারত ওভালে টেস্ট ম্যাচ জেতেনি, সেই অধরা মাধুরীকে ছোঁওয়ার গন্ধ পেতে শুরু করেন প্রবাসী ভারতীয় সমর্থকরা৷

এদিকে জো রুটকে আউট করতেই দলের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো৷ শার্দুলও দলের সঙ্গে ব্যাঘ্র বিক্রমে সেলিব্রেশনে মাতেন৷

জো রুট এদিন ৩৭ রান করে আউট হন৷ ইংলিশ অধিনায়ক অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিভাবান এদিনের আউটে স্বাভাবিকভাবেই হতাশ৷

এই মুহূর্তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ হয়ে রয়েছে৷