Viral Video: অবিশ্বাস্য ! দু-দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিও

ইস্তানবুল: বিমান জরুরী ভিত্তিতে অনেক সময় কোনও হাইওয়ের উপর ল্যান্ড করে ৷ অবশ্য তার জন্য রাস্তাও সেরকমই মসৃণ এবং দুর্দান্ত হওয়ার প্রয়োজন থাকে ৷ নাহলে বিমানবন্দরের রানওয়ে ছাড়া অন্য কোথাও ল্যান্ড করার অর্থই হল, তা প্রায় ক্র্যাশ ল্যান্ডিংয়ের সমান ৷ কিন্তু তুরস্কের (Turkey) রাস্তায় সম্প্রতি সাংঘাতিক কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন এক পাইলট ৷ কোনও রাস্তায় বা অন্য কোনও ল্যান্ডিং নয় ৷ টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি ৷ আর তাও একটা নয়, দু-দুটো টানেলের মধ্যে দিয়েই অনায়াসে বিমান চালিয়ে নিয়ে গিয়েছেন ওই পাইলট ৷

আরও পড়ুন– করোনা বিতর্ক, শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ !

জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারি সংস্থা রেড বুলের (Red Bull) তরফে তাদের ট্যুইটার পেজে ওই ভিডিও আপলোড করা হয় ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ ট্যুইটে জানানো হয়েছে, ইতালির পাইলট দারিও কোস্তাই (Dario Costa) এই কঠিন কাজকে অনায়াসে সম্ভব করেছেন ৷ ভিডিওটি দেখে প্রত্যেকেই অবাক ৷

আরও পড়ুন– ৫ বছরেই ভারতের বাজারে স্টারের তকমা; TRAI-এর স্বীকৃতিতেও সেরা রিলায়েন্স জিও !

এই রেসিং ছোট প্লেনটিকে পাইলট দারিও কোস্তা বিখ্যাত কাতালকা টানেলের (Catalca Tunnel) মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ প্রায় ২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ৷ যা এককথায় অবিশ্বাস্য ! ক্যাপশনে লেখাও হয়েছে, ‘‘ দারিও কোস্তাই হলেন প্রথম মানুষ ৷ যিনি দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ ’’

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পাইলট জানান, ‘‘সবকিছুই খুব তাড়াতাড়ি যেন ঘটে গেল ৷ কিন্তু প্রথম টানেল থেকে বেরনোর পর হাওয়ার ধাক্কায় বিমানটি ডান দিকে সরে সরে যাচ্ছিল ৷ তখন গতি কিছুটা কমাতে হয় ৷ আমি শুধু বিমানটিকে সোজা ওড়ানোর দিকেই নজর রেখেছিলাম ৷ ’’