Ind vs Eng: বিরাট কি টোকিও অলিম্পিক্সে! বার্মি আর্মি না ‘Bar mein Army?’ তোপ দাগলেন Wasim Jaffer

#মুম্বই: প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer) ট্যুইটারে খুবই অ্যাক্টিভ৷ কেউ যদি ভারতীয় দলের কোনও ক্রিকেটারকে নিয়ে কোনও কটূক্তি করে তাহলে এক ইঞ্চি জমিও ছেড়ে দেন না তিনি৷ এবার সেইরকমই করলেন ইংল্যান্ডের সমর্থক বার্মি আর্মির  (Barmy Army) সঙ্গে৷ আসলে বার্মি আর্মি ট্যুইটার হ্যান্ডেলে জাফরের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) একটি পুরনো ছবি আপলোড করে৷ ফটোতে কোহলিকে তিরন্দাজদের মতো লক্ষ্য স্থির করতে দেখা যাচ্ছে৷ এই ছবি পোস্ট করে বার্মি আর্মি ক্যাপশন দিয়ে তারা লেখে – ‘বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজ থেকে বাইরে কারণ তিনি টোকিওতে তিরন্দাজির প্রস্তুতি সারছেন৷ ’

বিরাট কোহলিকে নিয়ে এরকম হাসির খোরাক করায় বার্মি আর্মির ক্লাস নিয়েছেন ওয়াসিম জাফর৷ তিনি তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘বার্মি আর্মি না বার মে আর্মি৷ ’ এর সঙ্গে জাফর গ্যাং অফ ওয়াসেপুরার একটি মিম শেয়ার করেছেন৷ এতে ফ্যানরা দারুণ মজা পান এবং বার্মি আর্মি পোস্টকে নিয়ে মজার খোরাক করেছেন৷

ইংল্যান্ডের বার্মি আর্মি ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকদের একটা অংশ ইংল্যান্ড টিম যেখানেই খেলতে যান এই দলের সদস্যরা দেশের সমর্থণে গলা ফাটাতে সেখানে পৌঁছে যান৷ এদেরকে কার্যত ইংল্যান্ড দলের দ্বাদশ ব্যক্তি বলে মনে করা হয়৷ তাদের বার্মি আর্মি নাম ১৯৯৪-৯৫ সালে অস্ট্রেলিয়ানরা দিয়েছিল৷ কারণ সে সময় ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল৷ এখন এই গ্রুপ গর্বের সঙ্গে এই নাম ব্যবহার করে৷

ভারত আর ইংল্যান্ডের মধ্যে ৪ অগাস্ট থেকে পাঁচটি টেস্টের সিরিজ শুরু হবে৷ টিম ইন্ডিয়া ২০০৭ সাল থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতেনি৷ এরপর ভারত ইংল্যান্ডে তিনটি সিরিজ খেলেছে৷ তিনটিতেই হারতে হয়েছে তাদের৷ ২০১১ তে ইংল্যান্ড ভারতকে ৪-০ তে টেস্ট সিরিজে হারিয়েছিল৷ এর তিন বছর বাদে অর্থাৎ ২০১৪ সালে ভারত সাফল্য পায়নি, সেসময় তারা ৩-১ হেরেছিল৷ আর ২০১৮ সালে ভারত ফের ৪-১ টেস্ট সিরিজ হারে৷