ফাইল ছবি

Kalipuja 2024: কালীপুজোর রাতে বাড়ির ছাদে কী হচ্ছে এটা! ছুটল পুলিশ, ধরা পড়ল ১৩ জন আর প্রচুর টাকা

সুকান্ত চক্রবর্তী, দাসপুর: কালীপুজোর রাতে জুয়ার আসরে হানা দিয়ে গ্রেফতার ১৩ জুয়াড়ি, উদ্ধার এক লক্ষ ৭ হাজার টাকা। ধৃতদের তোলা হয়েছে ঘাটাল মহকুমা আদালতে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের ডিহিচেতুয়া এলাকায় কালীপুজোর রাতে বাড়ির ছাদে চলছিল জুয়ার আসর, গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর থানার পুলিশ জুয়ার আসরে হানা দেয়। আর তারপরেই পড়ি কি মরি করে জুয়ার আসরে থাকা ব্যক্তিরা ছুটে পালানোর চেষ্টা করে।
শেষমেশ রক্ষা অবশ্য হয়নি।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যাদের পুরুষরা সন্তানের জন্ম দেয়! বলুন তো কোন প্রাণী, শুনে কিন্তু চমকে উঠবেনই

পুলিশের হাতে ধরা পড়ে ১৩ জন। বেশ কয়েক জন পালাতে সক্ষম হলেও পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জুয়ার ঠেক থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ৭ হাজার টাকা, বেশ কয়েকটি মোটর বাইক। ধৃতদের আজ তোলা হয়েছে ঘাটাল মহকুমা আদালতে। তবে গ্রেফতার হওয়া একাধিক ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যাচ্ছে।