খেলা Ind vs NZ Weather Update: তুমুল বৃষ্টিতে কাঁপছে বেঙ্গালুরু, দুপুরের পর আরও বৃষ্টির অশনি, কী হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টের ভাগ্য Gallery October 16, 2024 Bangla Digital Desk : ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বুধবার থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল কিন্তু সেই খেলায় পুরো জল ঢেলে দিল বেঙ্গালুরুর তুমুল বৃষ্টি। এখন বেঙ্গালুরুতে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কখন আদৌ কীভাবে খেলা শুরু হবে তা বিশ বাঁও জলে৷ Photo- AP প্রথম দিনের খেলা নষ্ট হতে পারে। বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। ভারতীয় দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বৃষ্টির কালো ছায়া রয়েছে। বেঙ্গালুরুতে অবিরাম বৃষ্টি হচ্ছে। Photo – Collected ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট জয়ের রেকর্ড তৈরি করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচগুলি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ধাপ৷ Photo – Collected বেঙ্গালুরুতে অবিরাম বৃষ্টি হচ্ছে। তবে স্টেডিয়ামে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কোচ অভিষেক নায়ার সহ কয়েকজন ক্রিকেটারকে স্টেডিয়ামে ঢুকতে দেখা গেছে। বৃষ্টি থামার পর টস হতে পারে। Photo – Collected সকাল ৭টা থেকে বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। এ কারণে টসেও বিলম্ব হচ্ছে। পাশাপাশি মাঝে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ থাকলেও আবহাওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদারের খবর অনুসারে দুপুরের পর ফের বৃষ্টির সম্ভাবনা৷ একটানা বৃষ্টি হলে প্রথম দিনের খেলাও নষ্ট হয়ে যেতে পারে। Photo – Collected আম্পায়ার ভারত ও নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টির কারণে টসে বিলম্বের কথা জানান। সকালে বেশ বৃষ্টির কারণে বেশ দেরি পর্যন্ত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ Photo – Collected