Ind vs NZ: একাধিক নজির সিরিজ সেরা Ravichandran Ashwin-র,তাঁর শেয়ার করা Photo ভাইরাল

#কলকাতা: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ক্লাসিক স্পিনার হিসেবে তুলে ধরেছেন৷ দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ হয়ে উঠেছেন  রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৷  ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজ ভারতীয় ক্রিকেট দল জিতে নিয়েছে৷ আর এই সিরিজে একাধিক মাইলস্টোন পেরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ৩৭২ রানে ম্যাচ জিতেছে ভারত আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) হেনরি নিকোলসকে নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়ে৷ তিনি দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ৪ উইকেটে নেন৷ এরই সঙ্গে তিনি অনিল কুম্বলের ( Anil Kumble) পর দ্বিতীয় ভারতীয় বোলার হলেন যিনি ঘরের মাঠে  ৩০০ উইকেট নিলেন৷

ভারতের মাটিতে মোট টেস্ট উইকেট

অনিল কুম্বলে (Anil Kumble) – ৩৫০

রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)- ৩০০

হরভজন সিং (Harbhajan Singh)  – ২৬৫

কপিল দেব (Kapil Dev) -২১৯

অশ্বিন দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে শ্রীলঙ্কার লেজেন্ড মুথাইয়া মুরলীধরণ (Muttiah Muralitharan) ৩০০ টেস্ট উইকেট নিয়েছিলেন ঘরের মাঠে৷ মুরলীধরণ মাত্র ৪৮ টি টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন ঘরের মাঠে৷ অশ্বিন তা করলেন ৪৯ ম্যাচে৷

আরও পড়ুন- Subhman and Sara-র প্রেম কি জমে ক্ষীর, মাঠে বাউন্ডারি মারলেন শুভমান আর গ্যালারি চেঁচাল সচিন-সচিন, ভাইরাল ভিডিও

ঘরের মাঠে দ্রুততম ৩০০ টি টেস্ট উইকেট

৪৮ ম্যাচ- মুথাইয়া মুরলীধরণ

৪৯- রবিচন্দ্রন অশ্বিন

৫২- অনিল কুম্বলে

৬৫- শেন ওয়ার্ন

৭১- জিমি অ্যান্ডারসন

৭৬- স্টুয়ার্ট ব্রড

ভারতের সবচেয়ে বড় টেস্ট ম্যাচ জয় হল এই ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ৷ ২০১৫ দিল্লিতে ৩৩৭ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছিল ভারত৷ এবারের জয় সেই জয়কেও ছাড়িয়ে গেল৷ এদিকে এটা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় হার৷ এর আগে তারা দক্ষিণ আফ্রিকার কাছে সবচেয়ে বড় ব্যবধানে ৩৫৮ রানে হেরেছিল জোহনেসবার্গে৷

আরও পড়ুন – Ind vs NZ: Virat Kohli Record: লা জবাব ক্যাপ্টেন কোহলি, তিন ফর্ম্যাটেই ৫০ টি করে জয়, পিছনে ফেললেন ধোনি-পন্টিংকে

অশ্বিন এদিন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷  তিনি নিজের পারফরম্যান্সে খুশি হওয়ার পাশাপাশি আজাজ প্যাটেলের প্রশংসা করেছেন৷ আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরেই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন৷ অশ্বিন বলেছেন এটা ভাগ্যেরও দরকার ৷

এদিন অবশ্য অশ্বিন তাঁর মনের আনন্দ হিসেবে একটু দারুণ ছবি পোস্ট করেছেন৷ যেখানে মিলে-মিশে একাকার হয়ে গেছে ভারত ও নিউজজিল্যান্ড দল৷ ভারত ও নিউজিল্যান্ডের (Ind vs NZ) একাধিক ক্রিকেটার পাশাপাশি দাঁড়িয়েছেন আর অদ্ভুত ভাবে সেটা ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের নাম হয়ে গেছে ৷

এদিকে এক ক্যালেন্ডার  ইয়ারে ৫০ -টির বেশি টেস্ট উইকেট তালিকায় সেরা ভারতীয় বোলার হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন৷

রবিচন্দ্রন অশ্বিন – (২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৭*)

অনিল কুম্বলে (১৯৯৯, ২০০৪,২০০৬)

হরভজন সিং (২০০১, ২০০২, ২০০৮)

কপিল দেব (১৯৭৯, ১৯৮৩)