রবীন্দ্র জাদেজা দারুণ পারফরম্যান্স দিয়ে ঢুকলেন এলিট ক্লাবে

IND vs NZ: জাদেজার ঝকঝকে বোলিং, এক ধাক্কায় উড়ে গেলেন ইশান্ত-জাহির, এই ক্লাবে ধাঁসু এন্ট্রি

মুম্বই: অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টেস্টে নিজের নামে দারুণ কৃতিত্ব লিখে ফেললেন৷ ভারতের জার্সিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিলেন তিনি৷ তিনি পিছনে ফেলে দিলেন জাহির খান এবং ইশান্ত শর্মাকে৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২২ ওভারে ৬৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি৷ ওয়াংখেড়েতে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে কিউয়িদের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন রবীন্দ্র  জাদেজা৷ ওয়াশিংটন সুন্দরের বোলিং পরিসংখ্যান ১৮.৪ ওভারে ৮১ রান দিয়ে ৪ উইকেট নেন৷ মূলত এঁদের বোলিংয়ের সুবাদেই ৬৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করে৷

আরও পড়ুন – KKR News: কেকেআরের তালিকা থেকে দেদার নাম ছাঁটাই, কোটি কোটি টাকা বাঁচল শাহরুখের টিমের, টাকা-পয়সার হিসেব নিয়ে রইল লেটেস্ট আপডেট

নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৭১ রান করেন উইল ইয়ং এবং সর্বোচ্চ ৮২ রান করেন  ড্যারেল মিচেল৷ তাছাড়া বাকি সব ক্রিকেটারই কার্যত আয়ারাম -গয়ারাম৷

এদিকে রবীন্দ্র জাদেজা নিজেদের দারুণ পারফরম্যান্স দিয়ে ভারতের জার্সিতে সর্বাধিক উইকেট নেওয়া টেস্ট বোলারদের প্রথম পাঁচে ঢুকে গেলেন৷ জাদেজার ঝোলায় এখন মোট উইকেট সংখ্যা ৩১২৷ এর আগে ইশান্ত ও জাহির খান দুজনেরই মোট উইকেট সংখ্যা ছিল ৩১১৷

জাদেজা চা পানের বিরতি পর্যন্ত ৩ টি উইকেট নিয়েছিলেন৷ তিনি ৭১ রানে ক্রিজে জমে থাকা বিল ইয়ং, টম ব্লাডনেল, গ্লেন ফিলিপস, ইয়ান সোধি, ম্যাট হেনরির উইকেট নেন৷

টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে সর্বাধিক উইকেট রয়েছে অনিল কুম্বলের তাঁর শিকার ৬১৯ বিপক্ষের ব্যাটসম্যান৷ এই তালিকার দু নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন তাঁর উইকেটের সংখ্যা , ৪৩৪ উইকেট নিয়ে ৩ নম্বরে কপিল দেব, ৪১৭ উইকেট নিয়ে চার নম্বরে হরভজন সিং৷ এই তালিকারই পাঁচ নম্বরে উঠে এলেন রবীন্দ্র জাদেজা৷

এদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড৷ আকাশদীপ চতুর্থ ওভারে ডেভিন কনওয়েকে আউট করে দেন৷ এরপর বাকি  উইকেটগুলি তুলে নেন দুই স্পিনার জুটি৷