Ind vs Pak: টস ভাগ্যে বদলের পর এবার প্লেয়িং ইলেভেনেও বড় চমক, দেখে নিন ভারত ও পাকিস্তানের প্রথম একাদশ

#দুবাই: শক্ত পিচ, শুকনো ঘাস, ফলে পিচ একেবারে বড় রানের৷ এই পিচ আপডেট দেখে নিয়েই কি দল সাজাল টিম ইন্ডিয়া৷ সাত নম্বর অবধি ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে দল নামালেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতীয় দল টসে হেরে যায়৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷

এদিকে টসে গত রবিবারের থেকে এই রবিভারত বারে ভাগ্য বদলের পাশাপাশি ভারতীয় দলেও রইল বেশ খানিকটা চমক৷ দীনেশ কার্তিকের জায়গায় দলে এলেন ঋষভ পন্থ৷ এছাড়া রয়েছে চমক , দেখে নিন ভারতের প্রথম একাদশ বা প্লেয়িং ইলেভেন৷

 

 

 

রইল পাকিস্তান দলের প্লেয়িং ইলেভেন৷

 

 

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

 

 

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷