শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের পর বর্তমানে লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম ইন্ডিয়া।

Ind vs Sl: শ্রীলঙ্কান বোলারদের দাপট, ভারতীয় তারকাদের ছুটল কালঘাম, টাই হল প্রথম ওডিআই

কলম্বো:  ভারতীয় বোলাররা জ্বলওয়া দেখিয়েছিলেন আর ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত ধুলো চাটিয়ে ছাড়লেন শ্রীলঙ্কান বোলাররা৷ জয়ের জন্যে প্রয়োজনীয় ২৩১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের তারকাদের কালঘাম ছুটল৷  এবং শেষে ম্যাচ হল টাই৷ ৪৪ তম টাই ম্যাচ হল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে৷

গম্ভীরের কোচিংয়ের প্রথম একদিনের ম্যাচে টানটান উত্তেজনায় পৌঁছে ৪৭.৫ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে যায় ভারতীয়দল৷ ফ্লপ শো গম্ভীরের আনা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷

এদিন ২৩১ তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল৷ ওপেনিং জুটিতে ওঠে ৭৫ রান৷ গিল ১৩ রান করে আউট হলেও রোহিত অর্ধ শতরান পূর্ণ করতে কোনও ভুল করেননি৷ ভারত অধিনায়কের ব্যাট থেকে এল ৫৮ রান৷ তাও মাত্র ৪৭ বলে৷ এদিনের রোহিতের ইনিংস সাজানো ৭ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে৷

এরপর ২৪ রান দলের স্কোরে যোগ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বিরাট কোহলি৷ ফ্লপ ওয়াশিংটন সুন্দর৷ দীর্ঘদিন বাদে দলে ফেরা শ্রেয়স আইয়ারের যোগদান ২৩ বলে ২৩ রান৷ রয়েছে ৪ টি চার৷

১৩২ রানে ৫ উইকেট খুইয়ে বসা দলকে ফের শক্ত হাতে ধরেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল৷ কিন্তু এই দুজনও স্কোরকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি৷ ৩১ করেন রাহুল ৩৩ রান অক্ষরের৷

শ্রীলঙ্কার হয়ে এদিন ওয়ানিন্দু হাসরঙ্গা ৩ টি উইকেট নেন৷ এছাড়াও উইকেট পান , ব্যাটের পর বল হাতেও পারফরম্যান্স ভাল দুনিথ ওয়েল্লালাগের৷ তিনিও ২টি উইকেট পান৷

এদিকে শেষ বেলায় হাসারঙ্গা কুলদীপ যাদব এবং অধিনায়ক আসালঙ্কা অর্শদীপ সিংকে আউট করে ভারতের ম্যাচ জয়ের আশায় সিমেন্ট ঢেলে দেন৷ শেষ মুহূর্তে অর্থাৎ ৪৭ ওভারে নাটকে মোড়া ম্যাচে টাইতেই সন্তুষ্ট থাকতে হয় গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়াকে৷

এদিকে ভারত বনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনও শুরু করতে পারল না শ্রীলঙ্কা৷ শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ২৩০ রান৷ অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হবে ২৩১ রান৷ এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি কেউই৷

ওপেনার পাথুম নিশঙ্কা ৫৬ রান করেন অন্যদিকে স্পিনার দুনিথ ওয়েল্লালাগে দলের হয়ে সর্বাধিক ৬৭ রান করেন৷ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷ নিশঙ্কা রান পেলেও মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান অন্য ওপেনার আভিষ্কা ফার্নান্দো৷ এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি৷ ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা৷

কিন্তু দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

 

এদিকে অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং ২ টি করে উইকেট নেন৷  এছাড়াও মহম্মদ সিরাজ, শিভম দুবে, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান৷