IND W vs WI W: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে বিশাল জয় মিতালি রাজের ভারতের, নজির ঝুলনের

#হ্যামিলটন: ফের জয়ের ধারায় ফিরল ভারতীয় মহিলা দল৷ পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ফের জয়ের ধারায় ফিরল ভারত৷ এবার তারা  রানে জিতল ওয়েস্টইন্ডিজের (Ind W vs WI w) বিরুদ্ধে৷ বিশ্বকাপে (Women’s World Cup 2022) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ১৫৫ রানে জিতল মিতালি রাজের ভারতীয় দল (Indian Team)৷ এদিন ওয়েস্টইন্ডিজ ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷

 এদিন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে জয়ের জন্য ওয়েস্টইন্ডিজের প্রয়োজন ছিল ৩১৮ রান৷ কিন্তু এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারই যথেষ্ট ভাল শুরু করেছিলেন৷ দানেন্দ্রা ডটইন ৪৬ বলে ৬২ রান করেন৷ অন্যদিকে ৩৬ বলে ৪৩ রান করেন হেইলি ম্যাথিউজ৷

এরপর অবশ্য টপ ও মিডল অর্ডার প্রায় পুরোটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজ৷ ভারতের হয়ে স্নেহ রানা, মেঘনা সিং ২ টি করে উইকেট নেন৷ ঝুলন গোস্বামীও উইকেট পান৷

এদিন আনিসা মহম্মদের উইকেট নিয়ে মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন৷

এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷

এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) ভারতের পারফরম্যান্স এখনও অবধি উঠছে পড়ছে এরকমই হয়েছে৷ ভারত পাকিস্তান বধ করে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করলেও আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল৷ তবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) যা করলেন তা এক কথায় ধামাকা৷ বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷

এদিন স্মৃতি মন্ধানা  (Smriti Mandhana) করেন ১২৩ রান, হরমনপ্রীত কউর  (Harmanpreet Kaur) করেন ১০৯ রান৷ চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তোলেন ১৮৪ রান৷ তাঁদের  এই রান মেশিনের দৌলতে বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রান করে ভারতীয় মহিলা দল (Women’s World Cup) ৫০ ওভারে ৩১৭ রান করেন ভারতের মেয়েরা৷

মহিলাদের বিশ্বকাপে যে কোনও উইকেটের হিসেবেই এটা সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর আগে থিরুস কামিনী এবং পুনম রাউতের ১৭৫ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ৷ সেটাও ২০১৩ মহিলা বিশ্বকাপে ( Women’s World Cup) ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ছিল৷

এটা চতুর্থ উইকেট পার্টনারশিপ মহিলা একদিনের ক্রিকেট ভারতীয় দলে৷ এর আগে ভারতের চতুর্থ উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রান ছিল ১৩৭৷ ২০১৭ সালে হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা -র ১৩৭ রানের পার্টনারশিপ ছিল৷

এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ