Tag Archives: Harmanpreet Kaur

কেক কাটা থেকে নাচ-গান, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চুটিয়ে জন্মদিন উপভোগ করলেন হরমনপ্রীত, দেখুন ভিডিও

মুম্বই: ৩৪ তম জন্মদিনটা ভালোই কাটল ভারতীয় মহিলা দল ও উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউরের। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায়েক যন্ত্রণা ভুলে মহিলা আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন হরমনপ্রীত কউর। তার দলও দুরন্ত ফর্মে রয়েছে। প্রথম দুটি ম্যাচ একতরফাভাবে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে।

জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন হরমনপ্রীত কউর। পরিবার, সতীর্থ থেকে ফ্যানেরা শুভেচ্ছা জানান। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে কেক কাটার ব্যবস্থা করা হয়। সেখানে সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তারকে ক্রিকেটার। ভিডিওতে কেকে কাটার পর হরমনপ্রীতকে কেক মাখিয়ে দেন সতীর্থরা। দলের কোচিং স্টাফ প্রাক্তন ভারতীয় তারকা তারকা ঝুলন গোস্বামীকেও দেখা যায় হরমনপ্রীত কউরকে কেক মাখিয়ে দিতে।

শুধু কেক কাটাই নয় দলের সকল সদস্যরা হরমনপ্রীত সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন। প্রথম দেখা কেমন ছিল তাদের হরমনপ্রীত কউরের সঙ্গে তাও বর্ণনা করেন সকলেই। ঝুলন গোস্বামীও হরমনপ্রীত সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানান। এছাড়া সকলকে একসঙ্গে নাচতেও দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে সকলকে বিন্দাস মুডে পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৩টি টেস্ট, ১২৪টি ওডিআই, ১৫১টি টি-২০ ম্যাচ খেলেছেন হরমনপ্রীত কউর। টেস্টে তার রান ৩৮, একদিনের ক্রিকেট ৩৩২২ ও টি-২০ ক্রিকেটে ৩০৫৮ রান করেছেন হরমনপ্রীত কউর। ওডিআইতে ৫টি ও টি-২০তে একটি শতরানও রয়েছে হরমনপ্রীতের। এছাড়া বল হাতে টেস্টে ৯টি, ওডিআই-তে ৩১টি ও টি-২০-তে ৩২টি উইকেট রয়েছে হরমনপ্রীত কউরের ঝুলিতে।

মেয়েদের বিশ্বকাপে সেমিতে অস্ট্রেলিয়ার সামনেই ভারত, মানসিক প্রস্তুতি শুরু রিচা, স্মৃতিদের

কেপটাউন: এমনটা যে হতে চলেছে সেই আভাস ছিল আশি শতাংশ। ভারত বনাম অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এমন সম্ভাবনা ছিলই বেশি। অঙ্ক বদলে যেত যদি আজ পাকিস্তান বড় ব্যবধানে হারিয়ে দিতে পারত ইংল্যান্ডকে। কিন্তু সেটা আর হল না। জঘন্য ফর্ম বজায় রেখে আবার হেরে গেল পাকিস্তানের মেয়েরা।

পাকিস্তান ১১৪ রানে হেরে গেল ইংল্যান্ডের কাছে। পাকিস্তান হেরে যাওয়ায় গ্রুপে রানার্স হয়েই সেমিফাইনাল খেলতে হবে হরমনপ্রীতদের। এক নম্বর গ্রুপের শীর্ষে শেষ করা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে তাঁদের। না হলে নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলতে হত ভারতকে।

কিন্তু যা হয়েছে আপাতত সেটা নিয়ে চিন্তা করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। মেয়েদের অধিনায়ক হরমন আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়াকে খেলতে হবে এমনটা ভেবেই মানসিক প্রস্তুতি শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত।

তারপরের খেলায় দুর্বল আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেও ভারত কমপ্লিট ক্রিকেট খেলেছে এমন নয়। প্রচুর ক্যাচ মিস হয়েছিল আইরিশদের। না হলে স্মৃতি ৮৭ রান করতে পারতেন না। তবে মেয়েদের অধিনায়ক হরমন নিজে খুব একটা ছন্দে নেই। তবে অতীতে তিনি সব সময় বড় ম্যাচে জ্বলে উঠেছেন। তাই বৃহস্পতিবার আবার সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারেন কিনা পারফরমেন্স দিয়ে সেটাই দেখার থাকবে।

WPL 2023 Auction: একই ফ্র্যাঞ্চাইজিতে দেশের দুই অধিনায়ক, খোঁচা দিতেও ভুলল না মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই: দুই ভারত অধিনায়ক একই দলে। মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘ বছর ধরে খেলছেন রোহিত শর্মা। আইপিএলের ট্রফির খরা মু্ম্বইয়ের কেটেছিল রোহিতের হাত ধরেই। তারপর মুম্বই সর্বাধিক এখও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই রোহিত শর্মা বর্তমানে টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এবার মহিলা আইিপএলের প্রথম নিলামে ভারতীয় মহিলা দলের অধিনায়র হরমনপ্রীত কউরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই নিলামে গুছিয়ে দল করার জন্য পরিচিত। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও প্রথম থেকেই একজন ভালো অধিনায়ক পাওয়ার জন্য টার্গেট করেছিল এই ফ্র্যাঞ্চাইজি। হরমনপ্রীতকে নিয়ে প্রথম থেকেই হোম ওয়ার্ক করে নিয়েছিল মুম্বই। ভারতীয় মহিলা দলের অধিনায়ককে পাওয়ার জন্য অলআউট যায় মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের জন্য বেশ কিছু সময় অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দর হাঁকাহাঁকি হয়। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই।

ভারতীয় দলের দুই অধিনায়ককে দলে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। রোহিত শর্মা ও হরমনপ্রীত দুজনের ব্যাট হাতে ছবি শেয়ার করে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লেখা হয়, “নেতা, কিংবদন্তীরা খেলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।” পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি।

আরও পড়ুনঃ WPL 2023: মহিলা আইপিএল নিলামে তারকা ভারতীয় ক্রিকেটাররা কে পেল কোন দল, দেখে নিন এক ঝলকে

উইমেন্স প্রিমিয়ার লিগে ম্ুম্বই দলে গিয়ে খুশি হরমনপ্রীত কউর। প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “অনেক দিন ধরেই মুম্বইয়ের খেলা খুঁটিয়ে লক্ষ্য করি। এ বার ওদের জার্সি গায়ে মাঠে নামতে পারব ভেবে উত্তেজনা হচ্ছে। মুম্বইকেও একই রকম সাফল্য এনে দিতে চাই।” এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হরমনপ্রীতি।

India women vs Sri Lanka women : মেয়েদের ক্রিকেটে লঙ্কা জয় ভারতের! অনবদ্য হরমনপ্রীত এবং স্মৃতি

#কলম্বো: ভারতের মহিলা ক্রিকেটের সবচেয়ে বড় নাম মিতালি রাজ কয়েকদিন আগেই অবসর ঘোষণা করেছিলেন। নতুন অধিনায়ক হয়েছিলেন হরমনপ্রীত কউর। আগের অধিনায়কের সঙ্গে হরমনপ্রীত যে অনেক ব্যাপারে মতের মিল করতে পারতেন না সেটা জানিয়েছিলেন নির্দ্বিধায়। মিতালি পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেট সঠিক পথে চলছে তার প্রমাণ পাওয়া গেল।

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজকদের ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীতরা। ব্যাটে-বলে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন হরমনপ্রীত।

দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। বল হাতে নজর কাড়েন পূজা-দীপ্তিরাও। ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.১ ওভারে ৫ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচ তথা সিরিজ জিতে যায়।

শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ৪৩ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া গুণরত্নে করেন ৫০ বলে ৪৫ রান। তিনি ৬টি চার মারেন। দীপ্তি ৩৪ রানে ২টি উইকেট নেন। হরমনপ্রীত ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।

এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং, রাধা যাদব ও পূজা বস্ত্রকার। ভারতের হয়ে স্মৃতি মন্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রান করে নট-আউট থাকেন। এছাড়া শেফালি ১৭, মেঘনা ১৭, জেমিমা ৩ ও যস্তিকা ১৩ রান করে আউট হন।

৫ রান করে নট-আউট থাকেন দীপ্তি। ম্যাচের সেরা হন হরমনপ্রীত। তিনি জানিয়েছেন এটা টিম গেমের জয়। তিনি যেভাবে দলটাকে খেলাতে চাইছেন, সেই জায়গায় পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু দলের মেয়েরা যে লড়াকু মনোভাব এবং টিম স্পিরিট দেখিয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

IND W vs WI W: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে বিশাল জয় মিতালি রাজের ভারতের, নজির ঝুলনের

#হ্যামিলটন: ফের জয়ের ধারায় ফিরল ভারতীয় মহিলা দল৷ পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ফের জয়ের ধারায় ফিরল ভারত৷ এবার তারা  রানে জিতল ওয়েস্টইন্ডিজের (Ind W vs WI w) বিরুদ্ধে৷ বিশ্বকাপে (Women’s World Cup 2022) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ১৫৫ রানে জিতল মিতালি রাজের ভারতীয় দল (Indian Team)৷ এদিন ওয়েস্টইন্ডিজ ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷

 এদিন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে জয়ের জন্য ওয়েস্টইন্ডিজের প্রয়োজন ছিল ৩১৮ রান৷ কিন্তু এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারই যথেষ্ট ভাল শুরু করেছিলেন৷ দানেন্দ্রা ডটইন ৪৬ বলে ৬২ রান করেন৷ অন্যদিকে ৩৬ বলে ৪৩ রান করেন হেইলি ম্যাথিউজ৷

এরপর অবশ্য টপ ও মিডল অর্ডার প্রায় পুরোটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজ৷ ভারতের হয়ে স্নেহ রানা, মেঘনা সিং ২ টি করে উইকেট নেন৷ ঝুলন গোস্বামীও উইকেট পান৷

এদিন আনিসা মহম্মদের উইকেট নিয়ে মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন৷

এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷

এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) ভারতের পারফরম্যান্স এখনও অবধি উঠছে পড়ছে এরকমই হয়েছে৷ ভারত পাকিস্তান বধ করে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করলেও আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল৷ তবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) যা করলেন তা এক কথায় ধামাকা৷ বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷

এদিন স্মৃতি মন্ধানা  (Smriti Mandhana) করেন ১২৩ রান, হরমনপ্রীত কউর  (Harmanpreet Kaur) করেন ১০৯ রান৷ চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তোলেন ১৮৪ রান৷ তাঁদের  এই রান মেশিনের দৌলতে বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রান করে ভারতীয় মহিলা দল (Women’s World Cup) ৫০ ওভারে ৩১৭ রান করেন ভারতের মেয়েরা৷

মহিলাদের বিশ্বকাপে যে কোনও উইকেটের হিসেবেই এটা সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর আগে থিরুস কামিনী এবং পুনম রাউতের ১৭৫ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ৷ সেটাও ২০১৩ মহিলা বিশ্বকাপে ( Women’s World Cup) ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ছিল৷

এটা চতুর্থ উইকেট পার্টনারশিপ মহিলা একদিনের ক্রিকেট ভারতীয় দলে৷ এর আগে ভারতের চতুর্থ উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রান ছিল ১৩৭৷ ২০১৭ সালে হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা -র ১৩৭ রানের পার্টনারশিপ ছিল৷

এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ

Women’s World Cup 2022-র মঞ্চে অসাধারণ নজির স্মৃতি-হরমনপ্রীতের, ভারতীয় মহিলা জুটি হিসেবে গড়লেন নজির

#হ্যামিলটন: মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) ভারতের পারফরম্যান্স এখনও অবধি উঠছে পড়ছে এরকমই হয়েছে৷ ভারত পাকিস্তান বধ করে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করলেও আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল৷ তবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) যা করলেন তা এক কথায় ধামাকা৷ বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷

এদিন স্মৃতি মন্ধানা  (Smriti Mandhana) করেন ১২৩ রান, হরমনপ্রীত কউর  (Harmanpreet Kaur) করেন ১০৯ রান৷ চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তোলেন ১৮৪ রান৷ তাঁদের  এই রান মেশিনের দৌলতে বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রান করে ভারতীয় মহিলা দল (Women’s World Cup) ৫০ ওভারে ৩১৭ রান করেন ভারতের মেয়েরা৷

মহিলাদের বিশ্বকাপে যে কোনও উইকেটের হিসেবেই এটা সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর আগে থিরুস কামিনী এবং পুনম রাউতের ১৭৫ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ৷ সেটাও ২০১৩ মহিলা বিশ্বকাপে ( Women’s World Cup) ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ছিল৷

এটা চতুর্থ উইকেট পার্টনারশিপ মহিলা একদিনের ক্রিকেট ভারতীয় দলে৷ এর আগে ভারতের চতুর্থ উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রান ছিল ১৩৭৷ ২০১৭ সালে হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা -র ১৩৭ রানের পার্টনারশিপ ছিল৷

এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷

এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷

এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷