তিরঙ্গা যাত্রা 

Independence Day 2024: ৩০০ ফুটের তিরঙ্গা যাত্রা! স্বাধীনতা দিবসের বিশেষ উদযাপন কাটোয়ায়

পূর্ব বর্ধমান: ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেতে উঠেছিল গোটা দেশ। আজ সারাদিন দেশব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে পতাকা উত্তোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

সেই রকমই স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ‘আরাম্ভ’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদ যাত্রার এক ছবি ধরা পড়ল কাটোয়া শহরে। কাটোয়া শহরের মধ্যে আরম্ভ নামক এই গ্রুপের পরিচালনায় আয়োজিত হয় এই তিরঙ্গা যাত্রার, যেখানে তিরঙ্গার দৈর্ঘ্য ছিল ৩০০ ফুট।

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

বিশালাকার পতাকা মাথায় নিয়ে বর্ণাঢ্য এই পদযাত্রায় পা মেলায় কাটোয়া শহরের যুবক যুবতি থেকে শুরু করে অগণিত মানুষ। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরাম্ভের এই কর্মকান্ডের সূচনা করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা।

এই প্রসঙ্গে তিনি বলেন, “৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাটোয়ার আরম্ভ তাদের এই যে বিশেষ উদ্যোগ। পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গেয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিবছর এই যে স্বাধীনতা দিবস উদযাপন তা তারা সুন্দরভাবে উপস্থাপন করে।”

জানা গিয়েছে বছর কয়েক আগে কাটোয়া শহরের আরএমসি ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছিল। কিন্তু এই বছর এই তিরঙ্গা যাত্রার সূচনা হয় কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গণ থেকে।

আরও পড়ুন: সেঁকতে গেলেই পুড়ে যায় রুটি? এক টিপসেই হবে কামাল! কালো দাগহীন নরম রুটি দেখেই খেতে চাইবে মন

প্রথমে ৫০ ফুট দৈর্ঘ্যের তিরঙ্গা দিয়ে শুরু করলেও এই বছর ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আকার তিরঙ্গা নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। বর্ণাঢ্য এই তিরঙ্গা যাত্রায় ছিল আদিবাসী নৃত্য, ক্লাব ব্যান্ড, রনপা ইত্যাদির মতন বিষয় গুলি।

সংস্থার সদস্য সৌম্য রুদ্র ব্যানার্জি বলেন, “আজকে আমাদের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরই একটা শোভাযাত্রার আয়োজন করা হয়। সেটাই আমাদের এ বছরও করা হয়েছে এ বছর ৩০০ ফুট তিরাঙ্গা যাত্রা ছিল। সেই সঙ্গে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা । গোটা কাটোয়া শহরবাসীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যেক বছর যেভাবে হয়, এ বছর আরও ভালোভাবে হয়েছে।”

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

কাটোয়া শহরে আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ এই দিন যোগদান করে। সমগ্র পদযাত্রাটির সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এই সংস্থা। আগামীতেও শহরবাসীর জন্য এহেন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।

বনোয়ারীলাল চৌধুরী