Weekend Trip: ১৫ অগাস্টের লম্বা ছুটিতে বোলপুর শান্তিনিকেতন আসছেন? তাহলে একটি খুশির খবর আপনার জন্য, জানুন

*বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন গেলেই পর্যটকেরা অন্ততপক্ষে একবার ঘুরে আসেন সোনাঝুরির হাট থেকে। বেশ কয়েকদিন ধরে সোনাঝুরির হাটের ব্যবসায়ীরা চিন্তায় ছিলেন তাদেরকে বন দফতরের জায়গা থেকে সরিয়ে ফেলা হবে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি। 
*বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন গেলেই পর্যটকেরা অন্ততপক্ষে একবার ঘুরে আসেন সোনাঝুরির হাট থেকে। বেশ কয়েকদিন ধরে সোনাঝুরির হাটের ব্যবসায়ীরা চিন্তায় ছিলেন তাদেরকে বন দফতরের জায়গা থেকে সরিয়ে ফেলা হবে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
*তবে আপাতত বনদফতরেরজায়গা থেকে সরানো হচ্ছে না সোনাঝুরির হস্তশিল্পীদের হাট। তবে শর্ত রয়েছে অন্য জায়গায়। সপ্তাহে সাতদিন হাটে বিক্রি করা যাবে না জিনিসপত্র। চারদিন পসরা নিয়ে বসতে পারবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি। 
*তবে আপাতত বনদফতরেরজায়গা থেকে সরানো হচ্ছে না সোনাঝুরির হস্তশিল্পীদের হাট। তবে শর্ত রয়েছে অন্য জায়গায়। সপ্তাহে সাতদিন হাটে বিক্রি করা যাবে না জিনিসপত্র। চারদিন পসরা নিয়ে বসতে পারবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি।
*এবার শুক্রবার থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে সোনাঝুরির হাট। স্পষ্ট নির্দেশ দিয়েছেন বন দফতর। শান্তিনিকেতনে হাট সংলগ্ন এলাকা বনদফতরের অধীনে হওয়ায় বেশ কিছু বিধিনিষেধ চালু হতে চলেছে। যেমন বোলপুর বন দফতরের স্পষ্ট নির্দেশিকা, জঙ্গলের ক্ষতি কোনওভাবেই রেয়াত করা হবে না। সংগৃহীত ছবি। 
*এবার শুক্রবার থেকে সোমবার পর্যন্ত খোলা থাকবে সোনাঝুরির হাট। স্পষ্ট নির্দেশ দিয়েছেন বন দফতর। শান্তিনিকেতনে হাট সংলগ্ন এলাকা বনদফতরের অধীনে হওয়ায় বেশ কিছু বিধিনিষেধ চালু হতে চলেছে। যেমন বোলপুর বন দফতরের স্পষ্ট নির্দেশিকা, জঙ্গলের ক্ষতি কোনওভাবেই রেয়াত করা হবে না। সংগৃহীত ছবি।
*গাছের মধ্যে পেরেক পুঁতে ত্রিপল টাঙিয়ে হাট করা যাবে না। হাট কমিটিকে জঙ্গল এলাকাতেই বসাতে হবে প্রায় দশ হাজার চারা গাছ। এছাড়াও জঙ্গল থেকে মাটি চুরি, চারচাকা গাড়ি-টোটোর দৌরাত্ম্য, গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। সংগৃহীত ছবি। 
*গাছের মধ্যে পেরেক পুঁতে ত্রিপল টাঙিয়ে হাট করা যাবে না। হাট কমিটিকে জঙ্গল এলাকাতেই বসাতে হবে প্রায় দশ হাজার চারা গাছ। এছাড়াও জঙ্গল থেকে মাটি চুরি, চারচাকা গাড়ি-টোটোর দৌরাত্ম্য, গাছপালা নষ্ট হলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। সংগৃহীত ছবি।
*আনুমানিক প্রায় ২০ বছর আগে বন দফতরের জায়গায় কয়েকজন স্থানীয় গ্রামবাসী, হস্তশিল্পী ও আদিবাসীশিল্পীদের নিয়ে শুরু হয় সোনাঝুরির হাট। নিছক কয়েকজনের প্রচেষ্টায় সেই হাট শুরু হয়। তবে বর্তমানে সেই হস্তশিল্পীদের হাট আজ অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সংগৃহীত ছবি।
*আনুমানিক প্রায় ২০ বছর আগে বন দফতরের জায়গায় কয়েকজন স্থানীয় গ্রামবাসী, হস্তশিল্পী ও আদিবাসীশিল্পীদের নিয়ে শুরু হয় সোনাঝুরির হাট। নিছক কয়েকজনের প্রচেষ্টায় সেই হাট শুরু হয়। তবে বর্তমানে সেই হস্তশিল্পীদের হাট আজ অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। সংগৃহীত ছবি।
*সারা বছর দূর-দূরান্তের হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। তবে বন দফতরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মত গজিয়ে ওটা হোটেল, রিসোর্টের জন্য হস্তশিল্প সোনাঝুরি হাটের সৌন্দর্য ক্রমশ হারাচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। সংগৃহীত ছবি। 
*সারা বছর দূর-দূরান্তের হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। তবে বন দফতরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মত গজিয়ে ওটা হোটেল, রিসোর্টের জন্য হস্তশিল্প সোনাঝুরি হাটের সৌন্দর্য ক্রমশ হারাচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। সংগৃহীত ছবি।
*দিন দিন ব্যাঙের ছাতার মত হস্তশিল্পীরা হাট বসানোর ফলে সোনাঝুরির সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করতেন পরিবেশ প্রেমীরা। তবে পরিবেশ প্রেমীদের আক্ষেপের পরেই বন দফতরের তরফে জমি চিহ্নিতকরণের পর সিদ্ধান্ত নেন সপ্তাহে চার দিন বসবে হাট। সংগৃহীত ছবি। 
*দিন দিন ব্যাঙের ছাতার মত হস্তশিল্পীরা হাট বসানোর ফলে সোনাঝুরির সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করতেন পরিবেশ প্রেমীরা। তবে পরিবেশ প্রেমীদের আক্ষেপের পরেই বন দফতরের তরফে জমি চিহ্নিতকরণের পর সিদ্ধান্ত নেন সপ্তাহে চার দিন বসবে হাট। সংগৃহীত ছবি।
*বন দফতর সূত্রে জানা গিয়েছে, পরিবেশের কথা মাথায় রেখেই সপ্তাহে চার দিন হাট খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সপ্তাহের বাকি তিন দিন হাট পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। সংগৃহীত ছবি।
*বন দফতর সূত্রে জানা গিয়েছে, পরিবেশের কথা মাথায় রেখেই সপ্তাহে চার দিন হাট খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সপ্তাহের বাকি তিন দিন হাট পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। সংগৃহীত ছবি।