রায়পুর রাজবাড়ি

Weekend Trip: বোলপুর গেলেও ‘এই’ জায়গাটা মিস হয়ে গিয়েছে নিশ্চই? ১৫ অগাস্টের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন এই রাজবাড়ি

*হাতে দু’দিনের ছুটি। কাছেপিঠে ঘুরতে যেতে চান। দিঘা-মন্দিরমণি- পুরি নিয়ে মন ভরে গেলে, বাঙালি যায় শান্তিনিকেতন। রবি ঠাকুরের টানে শুধু নয়। সোনাঝুড়ির হাট, শিল্পী গ্রাম, কোপাইয়ের পাড়, কংকালীতলা মন্দির এসব দেখতে বাঙালি বেশি ভিড় করে বোলপুরে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি। 
*হাতে দু’দিনের ছুটি। কাছেপিঠে ঘুরতে যেতে চান। দিঘা-মন্দিরমণি- পুরি নিয়ে মন ভরে গেলে, বাঙালি যায় শান্তিনিকেতন। রবি ঠাকুরের টানে শুধু নয়। সোনাঝুড়ির হাট, শিল্পী গ্রাম, কোপাইয়ের পাড়, কংকালীতলা মন্দির এসব দেখতে বাঙালি বেশি ভিড় করে বোলপুরে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
*তবে, এগুলো ছাড়াও বোলপুরে এমন একটা জায়গা রয়েছে, যাকে কেন্দ্র জড়িয়ে রয়েছে ইতিহাস আর নানান আজনা কাহিনি। বোলপুর শহরের ইলামবাজারের কাছে রয়েছে রাইপুর গ্রাম। এই গ্রামের মূল আকর্ষণ রাইপুর রাজবাড়ি। এই পরিত্যক্ত রাজবাড়ি আপনার শান্তিনিকেতন ট্রিপের অংশ হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি। 
*তবে, এগুলো ছাড়াও বোলপুরে এমন একটা জায়গা রয়েছে, যাকে কেন্দ্র জড়িয়ে রয়েছে ইতিহাস আর নানান আজনা কাহিনি। বোলপুর শহরের ইলামবাজারের কাছে রয়েছে রাইপুর গ্রাম। এই গ্রামের মূল আকর্ষণ রাইপুর রাজবাড়ি। এই পরিত্যক্ত রাজবাড়ি আপনার শান্তিনিকেতন ট্রিপের অংশ হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি।
*প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে রয়েছে রায়পুর রাজবাড়ি। রায়পুরের সিংহ পরিবারের বাস ছিল এই রাজবাড়িতে। শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার নেপথ্যে ওতপ্রোতভাবে যুক্ত রায়পুরের সিংহ পরিবার।সেই সিংহ পরিবারের রায়পুর রাজবাড়ি আজ ধ্বংসের মুখে। সংগৃহীত ছবি।
*প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে রয়েছে রায়পুর রাজবাড়ি। রায়পুরের সিংহ পরিবারের বাস ছিল এই রাজবাড়িতে। শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার নেপথ্যে ওতপ্রোতভাবে যুক্ত রায়পুরের সিংহ পরিবার।সেই সিংহ পরিবারের রায়পুর রাজবাড়ি আজ ধ্বংসের মুখে। সংগৃহীত ছবি।
*একদা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে আসতেন। বহুবার মহর্ষির উপস্থিতিতে ব্রহ্ম আলোচনাসভা বসেছে এই বাড়িতে। রায়পুর সিংহ পরিবারের দানের জায়গাতেই ধীরে ধীরে শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম গড়ে ওঠে। সংগৃহীত ছবি। 
*একদা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে আসতেন। বহুবার মহর্ষির উপস্থিতিতে ব্রহ্ম আলোচনাসভা বসেছে এই বাড়িতে। রায়পুর সিংহ পরিবারের দানের জায়গাতেই ধীরে ধীরে শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম গড়ে ওঠে। সংগৃহীত ছবি।
*ঐতিহ্যবাহী শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে রায়পুরের রাজবাড়ির প্রতিটি ইটে। আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভগ্নপ্রায় বৃহৎ অট্টালিকা। সংগৃহীত ছবি। 
*ঐতিহ্যবাহী শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে রায়পুরের রাজবাড়ির প্রতিটি ইটে। আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভগ্নপ্রায় বৃহৎ অট্টালিকা। সংগৃহীত ছবি।
*স্থানীয় ইতিহাস থেকে জানা গিয়েছে, আনুমানিক ১৭৮০ থেকে ১৭৯০ সাল নাগাদ বীরভূম জেলার রায়পুর গ্রামের অজয় নদের তীরে ভাগে ভাগে তৈরি হয় রায়পুরের রাজবাড়ি। মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে প্রায় এক হাজার তাঁত শিল্পীকে নিয়ে বীরভূমের রায়পুর গ্রামে চলে এসেছিলেন লালচাঁদ সিংহ। সংগৃহীত ছবি। 
*স্থানীয় ইতিহাস থেকে জানা গিয়েছে, আনুমানিক ১৭৮০ থেকে ১৭৯০ সাল নাগাদ বীরভূম জেলার রায়পুর গ্রামের অজয় নদের তীরে ভাগে ভাগে তৈরি হয় রায়পুরের রাজবাড়ি। মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে প্রায় এক হাজার তাঁত শিল্পীকে নিয়ে বীরভূমের রায়পুর গ্রামে চলে এসেছিলেন লালচাঁদ সিংহ। সংগৃহীত ছবি।
*জনশ্রুতি রয়েছে, বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতেই সেই সময় তিনি বীরভূমে চলে এসেছিলেন। তবে জমিদারিত্ব শুরু করেছিলেন তাঁর ছেলে শ্যামকিশোর সিংহ। এই শ্যামকিশোর সিংহের তিন ছেলে। জগমোহন, ভুবনমোহন ও মনমোহন সিংহ। সম্ভবত, এই ভুবনমোহন সিংহের নামানুসারে 'ভুবনডাঙা' গ্রামের নামকরণ হয়েছিল। সংগৃহীত ছবি। 
*জনশ্রুতি রয়েছে, বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতেই সেই সময় তিনি বীরভূমে চলে এসেছিলেন। তবে জমিদারিত্ব শুরু করেছিলেন তাঁর ছেলে শ্যামকিশোর সিংহ। এই শ্যামকিশোর সিংহের তিন ছেলে। জগমোহন, ভুবনমোহন ও মনমোহন সিংহ। সম্ভবত, এই ভুবনমোহন সিংহের নামানুসারে ‘ভুবনডাঙা’ গ্রামের নামকরণ হয়েছিল। সংগৃহীত ছবি।
*মনমোহন সিংহের তিন ছেলে।নীলকণ্ঠ, শ্রীকণ্ঠ ও সিতিকণ্ঠ সিংহ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতিতে এই শ্রীকণ্ঠ সিংহ 'শ্রীকণ্ঠবাবু' নামে উল্লিখিত রয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'শান্তিনিকেতনের বুলবুল' নামে আখ্যায়িত করেছিলেন। সংগৃহীত ছবি। 
*মনমোহন সিংহের তিন ছেলে।নীলকণ্ঠ, শ্রীকণ্ঠ ও সিতিকণ্ঠ সিংহ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতিতে এই শ্রীকণ্ঠ সিংহ ‘শ্রীকণ্ঠবাবু’ নামে উল্লিখিত রয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘শান্তিনিকেতনের বুলবুল’ নামে আখ্যায়িত করেছিলেন। সংগৃহীত ছবি।
*রায়পুর এলাকার এক বাসিন্দা অঙ্কুশ দাস জানান, ২০১৮ সাল থেকে রায়পুর যুব সংঘ যারা বর্তমানে স্থানীয় সিংহ পরিবারের সদস্য এবং এই যে বিভিন্ন অংশ অর্থাৎ সাত বিঘা জমির মধ্যে যাদের যাদের মালিকাধীন রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই ভগ্ন প্রায় রাজবাড়ির পরিবেশগত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রায়পুর যুব সংঘ এই ভগ্নপ্রায় বাড়িটি সংস্কারের চেষ্টা করছে। আগামী দিনে এই রাজবাড়ীটিকে মিউজিয়ামে পরিবর্তন করার চেষ্টা চালান হচ্ছে। সংগৃহীত ছবি। 
*রায়পুর এলাকার এক বাসিন্দা অঙ্কুশ দাস জানান, ২০১৮ সাল থেকে রায়পুর যুব সংঘ যারা বর্তমানে স্থানীয় সিংহ পরিবারের সদস্য এবং এই যে বিভিন্ন অংশ অর্থাৎ সাত বিঘা জমির মধ্যে যাদের যাদের মালিকাধীন রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই ভগ্ন প্রায় রাজবাড়ির পরিবেশগত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রায়পুর যুব সংঘ এই ভগ্নপ্রায় বাড়িটি সংস্কারের চেষ্টা করছে। আগামী দিনে এই রাজবাড়ীটিকে মিউজিয়ামে পরিবর্তন করার চেষ্টা চালান হচ্ছে। সংগৃহীত ছবি।
*প্রতিদিন এখানে পর্যটক দের ভিড় থাকে তবে মূলত শনি এবং রবিবার পর্যটকদের ভিড় থাকে বেশি। তবে আপনি এখানে ঘুরতে এলে আপনাদের থাকতে হবে শান্তিনিকেতন কিংবা বোলপুরের যে কোনও লজে। তবে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে আপনাকে কোনও টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই জমিদার বাড়ি আপনি ঘুরে যেতে পারেন। সংগৃহীত ছবি।
*প্রতিদিন এখানে পর্যটক দের ভিড় থাকে তবে মূলত শনি এবং রবিবার পর্যটকদের ভিড় থাকে বেশি। তবে আপনি এখানে ঘুরতে এলে আপনাদের থাকতে হবে শান্তিনিকেতন কিংবা বোলপুরের যে কোনও লজে। তবে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে আপনাকে কোনও টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই জমিদার বাড়ি আপনি ঘুরে যেতে পারেন। সংগৃহীত ছবি।