Papua New Guinea landslide

Papua New Guinea landslide: ভূমিধসে বিপর্যস্ত পাপুয়া নিউ গিনিকে ত্রাণ সাহায্যের ঘোষণা ভারতের

নয়াদিল্লি: ভূমিধসে বিপর্যস্ত পাপুয়া নিউ গিনির পাশে দাঁড়াল ভারত। ২৪ মে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে পাপুয়া নিউ গিনিতে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল এই ভূমিধসে ৬৫০ জন মারা গিয়েছন। পরে জানা গেল, এই মৃতের সংখ্যা দুই হাজারের বেশি। তাই এই দ্বীপরাষ্ট্রকে ১০ লক্ষ মার্কিন ডলার বা ৮ কোটি ৩২ লক্ষ টাকার ত্রাণ সাহায্য করবে ভারত।

আরও পড়ুন: ১০ বছর কেকেআরের দায়িত্ব নিতে হবে! গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন বাদশা?

ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাপুয়া নিউ গিনির এই বিপর্যয়ে গভীর শোকপ্রকাশ করেছেন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং দেশটির বিপদে সব রকম ভাবে পাশে থাকতে চায় ভারত।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এর আগেও বিপদে পাপুয়া নিউ গিনির পাশে থেকেছে ভারত, ২০১৮ সালের ভূমিকম্পে এবং ২০১৯ এবং ২০২৩ সালে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের সময়েও পাপুয়া নিউ গিনির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বন্ধু হিসাবে এবং ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক কোঅপারেশনের সদস্য হিসাবে ভারত সরকার জরুরি ভিত্তিতে ৮ কোটি ৩২ লক্ষ্য টাকার ত্রাণ সাহায্য করবে ভারত।

সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পাপুয়া নিউ গিনির ভূমিধসে এত মানুষের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত”। পাশাপাশি ভারত এই দুর্দিনে পাপুয়া নিউ গিনির পাশে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।