বন্ধ বাংলাদেশ রেল চলাচল

India Bangladesh Rail Service: ৭ অগাস্ট পর্যন্ত ফের বন্ধ রেল চলাচল, অনিশ্চয়তায় ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

কলকাতা : কলকাতা ঢাকা (মৈত্রী) এবং কলকাতা খুলনা (বন্ধন) এক্সপ্রেস পরিষেবা বন্ধ থাকবে আগামী ৭ অগাস্ট পর্যন্ত। বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রেলওয়ে থেকে বার্তা আসার পর এমনটাই সিদ্ধান্ত ভারতীয় রেলের।

প্রসঙ্গত, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশে রেল পরিষেবা বন্ধ। এর মধ্যে বাংলাদেশে হাসিনা সরকারের অপসারণ এবং সামরিক বাহিনীর শাসন ক্ষমতা দখল। আর তারই জেরে কার্যত অনিশ্চিত ভারত-বাংলা রেল পরিষেবা। রেল-সূত্রে জানানো হয়েছে, ওপার বাংলা থেকে রেক ফেরত না এলে এপার বাংলা থেকে পরিষেবা সচল রাখা সম্ভব নয়। রেকগুলি জুলাই মাসে সীমান্ত পেরিয়ে গিয়েছিল। এখনও ফেরত আসেনি।

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! ঘণ্টাখানেকেই বজ্রবিদ্যুৎ-সহ নিবিড় বৃষ্টির সতর্কতা ৭ জেলায়! ঝড়-জল তাণ্ডব কাঁপাবে উত্তর থেকে দক্ষিণ? বিরাট আপডেট

বাংলাদেশ রেল দফতরের পক্ষ থেকে প্রতি ৪৮ ঘণ্টায় পূর্ব রেলের কাছে বার্তা আসছে। আপাতত সেই বার্তায় ৭ অগাস্ট পর্যন্ত মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। সাধারণ যাত্রী থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং এই দেশে চিকিৎসা করাতে আসা অগণিত রোগী ও তাদের পরিবারের রেল পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন।