ব্যাটে সূর্য, বলে অশ্বিন ! জিম্বাবোয়েকে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত

#মেলবোর্ন: মাঠে নামার আগেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। একটা পরিবর্তন দলে এনেছিল টিম ইন্ডিয়া। কার্তিকের জায়গায় ঋষভ পন্থ। কিন্তু তাই বলে জিম্বাবোয়েকে হালকা করে নেয়নি ভারত। কারণ টুর্নামেন্টের এই জায়গায় এসে জয়কে একটা অভ্যাসে পরিণত করতে হয়। সেটাই ছিল ভারতীয় দলের লক্ষ্য।

ভারতীয় দলে যবে থেকে তার অভিষেক হয়েছে, প্রতিদিন নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সূর্য কুমার যাদব কেন বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান সেটা আবার প্রমাণ করলেন আজকে। মেলবোর্ন জুড়ে শুধুই সূর্যের বিকিরণ। একের পর এক মারকাটারি শট খেলতে থাকেন। অদ্ভূত সব শট উপাহার দেন সূ্র্যকুমার যাদব। তাকে কিছুটা সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।

নিজের বিধ্বংসী ইনিংসের দুশোর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করতে থাকেন সূর্য কুমার যাদব। হার্দিক পান্ডিয়ার সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন। ১৮ রান করে আউট হন হার্দিক। শেষ ওভারেও জারি থাকে সূর্যের তান্ডব। শেষ পর্যন্ত ২৫ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্য। ৬টি চার ও ৪টি ছয় মারেন তিনি।

জিম্বাবোয়ের সামনে ১৮৭ রানের বিশাল টার্গেট। এই রান তাড়া করা তাদের পক্ষে সম্ভব নয় সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। প্রথম বলেই উইকেট পেলেন ভুবনেশ্বর। ওয়েসলির ক্যাচ নিলেন কোহলি। পরের ওভারেই চাকাবভাকে বোল্ড করলেন আরশদীপ। উইলিয়াম (১১) করে আউট হলেন শামির বলে। এরভিন (১৩) কট অ্যান্ড বোল্ড হলেন হার্দিকর বলে। পাওয়ার প্লের মধ্যেই জিম্বাবোয় শেষ সেটা বোঝা গেল।

দেখার ছিল সিকান্দার রাজা কতটা লড়াই করতে পারেন। মুনিয়ঙ্গা (৫) এল বি ডব্লিউ হলেন শামির বলে। এই জিম্বাবোয়ের কাছে হেরেছিল পাকিস্তান। যদিও বাংলাদেশ এবং ডাচদের কাছে হেরেছিল জিম্বাবোয়ে। রায়ান বারল কিছুটা চেষ্টা করলেন বটে। সিকান্দার রাজার সঙ্গে একটা দুর্দান্ত পার্টনারশিপ হল। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ব্যক্তিগত ৩৫ করে অশ্বিনের বলে বোল্ড হলেন।

আজকের পর হাতে তিন দিন সময়। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। বাটলার, মইন আলি, বেন স্টোকসদের হারাতে হলে নিজেদের সব বিভাগে উন্নতি প্রয়োজন। ম্যাচ শেষে সেটাই জানিয়ে গেলেন রোহিত শর্মা। টি টোয়েন্টি ফরম্যাটে ইংলিশরা অন্যতম সেরা দল। ১০ ওভার শেষে জিম্বাবোয়ের রান ছিল ৫৯/৫। তবে ভারতের পক্ষে আর একটা প্লাস পয়েন্ট ওপেনার রাহুলের ফর্মে ফেরা। ২২ রান দিয়ে তিনটি উইকেট নিলেন অশ্বিন।