হার্দিকের ভারতের ভরসা তারুণ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

#মাউন্ট মাউনগানুই: ওয়েলিংটনে প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সিরিজের প্রথম টি-২০। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ এখন দুই ম্যাচের। তবে রবিবারও থাকছে বৃষ্টির আশঙ্কা। তাই চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা সামলে নতুনভাবে দল গড়ার কাজটা শুরুই যে করা যাচ্ছে না। থমকে রয়েছে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলনও।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে। ঋষভ পন্থকে ঠিক কোথায় নামানো হবে, ওপেনিং নাকি মিডল অর্ডারে? শুরুতে তাঁকে নামালে শুভমান গিল বা ঈশান কিষানের মধ্যে কোনও একজনকে বসতে হয়।

আর পন্থ যদি পাঁচে নামেন, তাহলে মিডল অর্ডারে একটা জায়গার জন্য লড়াই শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন ও দীপক হুদার। কারণ, সূর্যকুমার যাদব ও হার্দিক নিশ্চিতভাবেই থাকছেন পন্থের সঙ্গে। বোলিং নিয়েও রয়েছে সংশয়। আগুনে গতির উমরান মালিককে গড়ে তোলার তাগিদ রয়েছে একদিকে। আবার প্রয়োজনও রয়েছে মহম্মদ সিরাজকে দেখে নেওয়ার।

কিন্তু অর্শদীপ সিং, হার্শল প্যাটেলের সঙ্গে স্কোয়াডে রয়েছেন বর্ষীয়ান ভুবনেশ্বর কুমার। আগামীর দিকে তাকিয়ে ভুবিকে বয়ে চলা কতটা যুক্তিযুক্ত, সেটাও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মধ্যে কোনও একজনকে সম্ভবত খেলানো হবে। রবিচন্দ্রন অশ্বিনকে আর এই ফরম্যাটে দেখার সম্ভাবনা প্রায় নেই।

ফলে ওয়াশিংটন সুন্দরের অফস্পিন কাজে লাগাতে তিনে খেলানোর ভাবনাও রয়েছে। নিউজিল্যান্ড অবশ্য পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে। কেন উইলিয়ামসনের দলে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপসের মতো বিস্ফোরক ব্যাটাররা রয়েছেন। তবে ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে অ্যাঙ্করের ভূমিকায় দেখা যাবে।

ইদানীং প্রশ্নের মুখে পড়ছে কিউয়ি অধিনায়কের স্ট্রাইক রেট। বোলিংয়ে এক্সপ্রেস গতির লকি ফার্গুসন ছাড়াও টিম সাউদি, অ্যাডাম মিলনে রয়েছেন। দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ঈশ সোধি। অভিজ্ঞতা অনেক বেশি ব্ল্যাক ক্যাপসদের। ভারতের ভরসা সেখানে তারুণ্যে।