পাঁচমিশালি India GK: কাচের মত ঝকঝকে-তকতকে রাস্তাঘাট, ঠিক যেন পোস্টকার্ডের ছবি, এটাই ভারতের সব থেকে পরিষ্কার শহর, নাম জানেন? পড়ুন Gallery October 7, 2024 Bangla Digital Desk ভারতীয় সরকারের তরফে ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ উঠে এসেছে ভারতের সবথেকে পরিষ্কার শহর ও রাজ্যের নাম। ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি জানেন? ইনদওর। একবার-দুবার নয়, এই নিয়ে পরপর ৭ বার সবথেকে পরিষ্কার শহরের তকমা জিতে নিল মধ্যপ্রদেশের ইনদওর। ইনদওর জেলায় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, শহর বা শহরতলিতে কোনও ভিখারি শিশুর খোঁজ দিতে পারলে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। জেলাকে ভিখারিমুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। জেলাশাসক জানিয়েছেন, রাস্তাঘাটে কোনও পথশিশুকে ভিক্ষা করতে দেখলে সেই তথ্য, বা পরিচিত এমন কোনও শিশু সম্পর্কে তথ্য প্রশাসনের হাতে তুলে দিতে পারলেই পুরস্কার পাওয়া যাবে। ভারতের সবথেকে পরিষ্কার রাজ্য কোনটি? ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভারতের সবথেকে পরিষ্কার রাজ্য হল মহারাষ্ট্র, এরপরেই নাম আছে মধ্য প্রদেশ ও ছত্তিসগঢ়ের। ভারতের সবথেকে পরিষ্কার শহরের মধ্যে রয়েছে ইনদওর ও সুরাত। তৃতীয় স্থানে রয়েছে নবি মুম্বই। ২০২৩ সালেও নবি মুম্বই তৃতীয় স্থানে ছিল। ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সার্ভের রিপোর্ট অনুযায়ী চণ্ডিগড়ে স্যানিটেশন কর্মীদের জন্য সেরা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সার্ভের রিপোর্ট অনুযায়ী সবথেকে পরিষ্কার ‘গঙ্গা টাউন’ হল বারাণসী।