IND vs SA : আজ সিরিজ বাঁচানোর লড়াই ভারতের! কোন পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড় ?

#বিশাখাপত্তনম: কয়েকদিন আগে আইপিএলের মঞ্চ যাঁরা আলোকিত করেছিলেন, তাঁরাই এবার টিম ইন্ডিয়ার জার্সিতে চরম ব্যর্থ। হুট করে এভাবে আঁধার ঘনিয়ে আসার কারণ কি অতিরিক্ত ম্যাচ খেলার ধকল? নাকি উদ্দীপনার ঘাটতি? স্পিনার যুজবেন্দ্র চাহাল হোক কিংবা ঋতুরাজ গায়কোয়াড়— যেন এক খুরে সবার মাথা কামানো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিপুল রান ব্যয় করছেন সদ্য সমাপ্ত আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া চাহাল।

তারকা স্পিনারটি দুই ম্যাচে দিয়েছেন ৭৫ রান! একই পিচে দক্ষিণ আফ্রিকার বোলাররা সাফল্য পেলেও ভারতীয় বোলিংয়ের এই হাল কেন? শুধু কী চাহাল, তথৈবচ অবস্থা অক্ষর প্যাটেলেরও। বর্ষীয়ান ভুবনেশ্বর কুমার ছাড়া পাতে দেওয়ার মতো পারফরম্যান্স নেই ভারতীয় বোলিংয়ে। আভেশ খান কখনওই যশপ্রীত বুমরাহর বিকল্প নয়।

সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা তাই উমরান মালিকের হয়ে সওয়াল করছেন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে আইপিএলে সাড়া ফেলা জম্মু ও কাশ্মীরের পেসারটির। হতাশ করেছেন হার্দিক পান্ডিয়াও। গুজরাত টাইটান্স তাঁর নেতৃত্বে এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।

হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ফের স্বপ্ন দেখাতে শুরু করেছিল ভক্তদের। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে আইপিএলে দেখা হার্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা যতটা তাগিদ অনুভব করেন, দেশের জার্সিতে ততটা নয়।

ভারতীয় ব্যাটিং একেবারেই জমাট বাঁধছে না। তার বড় কারণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের অফ ফর্ম। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারটি সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তুলনায় ঈশান কিষান নামের প্রতি সুবিচারে সফল।

শ্রেয়স আয়ার আবার শুরুটা ভালে করেও আচমকা উইকেট ছুড়ে দিচ্ছেন। একেবারেই ছন্দে নেই অধিনায়ক ঋষভ পন্থ। দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ২৯ ও ৫। শেষ ৪৫টি টি-২০ ইনিংসে মাত্র দু’টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মঙ্গলবার পন্থদের কাছে সিরিজ বাঁচানোর লড়াই। কাজটা সহজ নয়।

কারণ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। ছন্দ পেয়ে যাওয়া বাভুমারা জানেন, যতই তিনটি ম্যাচ বাকি থাকুক প্রথম রাতেই বেড়াল মারতে হবে।